৬ ম্যাচে ৫ হার, দিল্লির অধিনায়কত্ব ছাড়লেন গম্ভীর
দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন গৌতম গম্ভীর। প্রথম ৬ ম্যাচের ৫টিই হেরেছে দিল্লি, এ ব্যর্থতার দায় নিয়েই এমন সিদ্ধান্ত তার। তার পরামর্শেই নতুন অধিনায়ক করা হয়েছে ২৩ বছর বয়সী শ্রেয়াস আইয়ারকে।
আইপিএলের পয়েন্ট টেবিলে ২৫ তারিখের ম্যাচের আগ পর্যন্ত সবার নিচে দিল্লি, গম্ভীর বলেছেন, “পয়েন্ট টেবিলের আমাদের অবস্থানের পুরো দায়িত্ব নিচ্ছি আমি। আমার মনে হয়, আমি যথেষ্ট কিছু করিনি। অধিনায়ক হিসেবে পুরো দায়ভার আমাকেই নিতে হবে। এটাকেই সঠিক সময় বলে মনে হয়েছে, কারণ আমাদের এখনও সুযোগ আছে। এটা পুরোপুরিই আমার সিদ্ধান্ত, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনও চাপ নেই আমার ওপর।”
সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাটানোর পর নিজ শহর দিল্লিতে ফিরেছিলেন গম্ভীর। তবে প্রথম ম্যাচে ফিফটির পর ব্যাটিংটাও সমর্থন দিচ্ছে না তাকে, পেসের বিপক্ষেও ভুগছেন ভালভাবেই। ৫ ইনিংসে করেছেন মাত্র ৮৫ রান।
দলের ম্যানেজমেন্ট গম্ভীরের এই সিদ্ধান্তকে “স্যালুট” জানিয়েছে। তিনি এখন আইয়ারের অধিনায়কত্বে মেন্টর হিসেবে কাজ করবেন বলে জানানো হয়েছে।