১৫ লাখ টাকা জরিমানা গুনলেন কোহলি
পুঁজি ছিল ২০৬ রান। তবে মহেন্দ্র সিং ধোনি ঝড়ে বিশাল এই লক্ষ্যকে টপকে দুর্দান্ত এক জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। একে তো হেরেছে দল, মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে স্লো ওভার রেট। রয়্যাল চ্যালেঞ্জারর্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে তাই গুণতে হচ্ছে ১৫ লাখ টাকা জরিমানা।
ধোনিকে রুখতে শেষ ৫ ওভারে বারবারই বোলারদের সাথে কথা বলছিলেন, পরিবর্তনও আনছিলেন ফিল্ডিংয়ে। কাজের কাজ কিছুই হয়নি, উল্টো নির্ধারিত সময়ের অনেক বেশি নিয়ে ইনিংস শেষ করেছে বেঙ্গালুরুর বোলাররা।
এবারের আসরে প্রথমবারের মতো এমনটা হওয়ায় ১৫ লাখেই পার পেয়ে যাচ্ছেন কোহলি, 'স্লো ওভাররেটের কারণে বেঙ্গালুরুকে জরিমানা করা হচ্ছে। এই মৌসুমে প্রথমবারের মতো হওয়ায় কোহলিকে ১৫ লাখ টাকা জরিমানা দিতে হবে।'