রশীদ-সাকিবে এবার ১৩২ রানের সম্বল নিয়ে জিতল হায়দরাবাদ
হায়দরাবাদ ১৩২/৬, ২০ ওভার (পান্ডে ৫৪, সাকিব ২৮, রাজপুত ৫/১৪)
পাঞ্জাব ১১৯ অল-আউট, ১৯.২ ওভার (রাহুল ৩২, গেইল ২৩, রশীদ ৩/১৯, সন্দীপ ২/১৭, সাকিব ২/১৮, থামপি ২/১৪)
হায়দরাবাদ ১৩ রানে জয়ী
প্রতিপক্ষের এক বোলারের ফিগার ১৪ রানে ৫ উইকেট। নিজেদের সম্বল ১৩২ রান। টানা দ্বিতীয় ম্যাচে ‘বিলোও পার’ স্কোর সানরাইজার্স হায়দরাবাদের। প্রতিপক্ষের ওপেনিং জুটিতেই আবার এলো ৫৫ রান। তবে হায়দরাবাদের বোলাররা যেন অন্য ধাতুতে গড়া। মুম্বাইয়ের সঙ্গে ১১৮ রানের সম্বল নিয়ে জেতার পরের ম্যাচে পাঞ্জাবের সঙ্গে ১৩২ রান নিয়েই জিতলো তারা। রশীদ খান নিয়েছেন ১৯ রানে ৩ উইকেট, সাকিব আল হাসান নিয়েছেন ১৮ রানে ২টি। হায়দরাবাদের স্পিনজুটির সঙ্গে বাসিল থামপি ও সন্দীপ শর্মা নিয়েছেন ২টি করে উইকেট। ১৩ রানে জিতে আইপিএল পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে সাকিবের দল হায়দরাবাদ।
ব্যাটিংয়ে ব্যর্থ টপ অর্ডার, ২৭ রানেই হায়দরাবাদের নেই ৩ উইকেট। শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা- তিনজন মিলে করেছেন ১৭ রান। তিনজনই শিকার আংকিত রাজপুতের। মনিশ পান্ডের সঙ্গে সাকিবের ইনিংস পুনর্গঠনের কাজ এরপর। ৫২ রানের জুটি দুইজনের। মুজিব উর রহমানকে স্লগ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়েছেন সাকিব, এর আগে করেছেন ২৭ বলে ২৬ রান। অবশ্য আউট হতে পারতেন প্রথম বলেই, স্রানের নো-বল আম্পায়ারকে ধরিয়ে দিয়েছেন পান্ডে। শেষ ওভারে আউট হওয়ার আগে সেই পান্ডে করেছেন ৫১ বলে ৫৪ রান। এর বাইরে ইউসুফ পাঠানের ১৯ বলে ২১ রান- হায়দরাবাদের সম্বল এই তিন ইনিংসই।
লোকেশ রাহুল ও ক্রিস গেইলের ওপেনিং জুটি এরপর হায়দরাবাদকে হতাশ করে গেছে শুধু। লো-স্কোরিং রোমাঞ্চের এবার উলটোপথে ছিল তারা। রশীদ খান এনেছেন ব্রেকথ্রু, অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন রাহুলকে। থামপির শর্ট বল এরপর আকাশে তুলেছেন গেইল, পাঞ্জাবের ধস শুরু হয়ে গেছে ততক্ষণে।
মায়াঙ্ক আগারওয়াল ও অ্যারন ফিঞ্চ সাকিবকে তুলে মারতে দিয়েছেন ক্যাচ, মাঝে করুন নায়ার এলবিডব্লিউ হয়েছেন রশীদের গুগলিতে। সাকিব ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন এই ২ উইকেট। মনোজ তিওয়ারি, অ্যান্ড্রিউ টায়, বারিন্দের স্রান, রবি আশ্বিন- এদের সর্বোচ্চ ইনিংস ৪ রানের, পাঞ্জাবের ব্যাটিন দুর্দশার আরেক চিত্র। রাজপুত করেছেন ৮, আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। ৫ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন মুজিব।
দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন রাজপুত, তবে সেটা এসেছে শুধু সান্ত্বনা পুরষ্কার হিসেবেই। হায়দরাবাদের বোলারদের যে জবাব দিতে পারেননি তাদের ব্যাটসম্যানরা!