• ইউরোপা লিগ
  • " />

     

    পাঁচ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সিমিওনে?

    পাঁচ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সিমিওনে?    

     

    মাত্র ১০ মিনিটেই দল পরিণত হচ্ছে ১০ জনের দলে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমনটা তাই কিছুতেই মানতে পারছিলেন না অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় ডাগআউট থেকে তাকে দর্শকসারিতে পাঠিয়ে দেওয়া হয়। রেফারির সাথে অসদাচরণের জন্য পরের ম্যাচে নিষিদ্ধ হয়েছে, নিষেধাজ্ঞা বাড়তে পারে ৫ ম্যাচ পর্যন্ত।

     

     

    ইউরোপা লিগের সেমিতে আর্সেনালের বিপক্ষে ১০ মিনিটের মাথায়ই লাল কার্ড দেখেন সিমে ভারসালকো। রেফারি ক্লেমেন্ট টারপিনের এই সিদ্ধান্তে যারপরনাই চটেছিলেন সিমিওনে। সহকারি রেফারি ও রেফারির সাথে তর্কের এক পর্যায়ে তাঁকেও মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি।বাকি ম্যাচ দর্শক হয়েই দেখেছেন।

    আর্সেনালের বিপক্ষে সেমির দ্বিতীয় লেগে দর্শকই হয়ে থাকবেন। রেফারির সাথে এমন আচরণের জন্য ইউয়েফার পক্ষ থেকে নেমে আসতে পারে ৫ ম্যাচের নিষেধাজ্ঞাও। যদিও ঠিক কেনও নিষিদ্ধ হয়েছেন নিজেও বুঝতে পারছেন না সিমিওনে, ‘জানি না এমনটা কেনও হয়েছে। আমি তো বলছিলাম আমার ফুটবলারদের সাথে আর্সেনালের কয়েকজনেরও কার্ড দেখা উচিত ছিল! এই নিয়ে প্রতিবাদ করাতেই আমাকে ডাগআউট থেকে সরিয়ে দেওয়া হলও!’