• আইপিএল ২০১৮
  • " />

     

    চেন্নাইয়ের বিপক্ষে বাদ পড়লেন মুস্তাফিজ

    চেন্নাইয়ের বিপক্ষে বাদ পড়লেন মুস্তাফিজ    

    ৩.৪ ওভার, ১৮ রান, ১ উইকেট। মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয়ে পড়া ম্যাচে মুস্তাফিজের বোলিং পারফরম্যান্স। চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে সে পারফরম্যান্স যথেষ্ট হলো না মুস্তাফিজুর রহমানের জন্য, এবারের আইপিএলে প্রথমবারের মতো বাদ পড়েছেন বাংলাদেশী পেসার। পুনেতে চেন্নাইয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। 

    বাড়তি ব্যাটিং অপশনের জন্য মুস্তাফিজের জায়গায় দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিংকে। এবার একটি ম্যাচ খেলেছেন কাটিং, ব্যাটিংয়ে ৯ রানের পর বোলিংয়ে ৪ ওভারে ৪০ রান দিয়ে থেকেছিলেন উইকেটশূন্য। 

    ৬ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ, বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচে ৫৫ রান দিয়ে থেকেছিলেন উইকেটশূন্য। সবচেয়ে বাজে দিন গেছে সেটাই, এছাড়া মুস্তাফিজ প্রতি ম্যাচেই পেয়েছিলেন উইকেট। 

    মুস্তাফিজের সঙ্গে বাদ পড়েছেন কাইরন পোলার্ডও। তার জায়গায় এসেছেন জেপি ডুমিনি। 

    ৬ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে আছে মুম্বাই। আর শীর্ষে আছে চেন্নাই।