বেঙ্গালুরু ছেড়ে দেবে, আশা করেননি গেইল
নিলামে তার দল না পাওয়াটাই ছিল এবারের আইপিএলের সবচেয়ে বড় চমকের একটি। শেষ পর্যন্ত অবশ্য ক্রিস গেইলকে দলে নিয়েছে কিং ইলেভেন পাঞ্জাব। মাঠে নেমে গেইল প্রমাণ করেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে না ফিরিয়ে কী ভুলটাই না করেছে! গেইল বলেছেন, বেঙ্গালুরু তাকে ছেড়ে দেবে এটা কখনোই ভাবেননি।
বেঙ্গালুরু হয়ে আগের ৬ মৌসুম মাতিয়েছেন। কিন্তু এবার অনেকটা অপ্রত্যাশিতভাবেই তাকে কেনেনি কোহলির দল। নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি অন্য দলও। বেঙ্গালুরুর এমন ‘অবহেলায়’ খানিকটা হতাশ গেইল, ‘কেউ আমাকে কেনেনি, ব্যাপারটায় খুব অবাক হয়েছিলাম। বেঙ্গালুরু আমাকে নেবে না এটা ভাবতেই পারিনি! জানিনা বন্ধ দরজার পেছনে কী সিদ্ধান্ত হয়েছে। সবকিছু মেনে নিয়েই পাঞ্জাবে খেলছি। হয়ত এটাই হওয়ার কথা ছিল। ‘কিং গেইল’ কিংস ইলেভেনেই খেলছেন!’
পাঞ্জাবের হয়ে ৪ ম্যাচে করেছেন ২৫২ রান, আছে ১০৪ রানের অপরাজিত সেই সেঞ্চুরিও। তার এমন পারফরম্যান্সে কি আফসোস হচ্ছে না পয়েন্ট তালিকার তলানিতে থাকা বেঙ্গালুরুর? গেইল অবশ্য অতীত নিয়ে একদমই ভাবছেন না, ‘জানি না তাদের ভুল প্রমাণ করতে পেরেছি কিনা। আসলে আমার প্রমাণ করার কিছুই নেই। আমার রেকর্ডই কথা বলে! নিলামে দল না পেয়েও আমি খুব একটা ভাবিনি, এটাই তো জীবনের সবকিছু নয়! এখন যে দলে খেলছি, তাদেরকেই এগিয়ে নিতে চাই।’