আফগানিস্তানের বিপক্ষে ভারত অধিনায়ক রাহানে
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। আফগানিস্তানের ইতিহাসের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। রাহানের জন্য টেস্ট নেতৃত্ব অবশ্য একেবারে নতুন নয়। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ২০১৬-১৭ মৌসুমে ধরমশালা টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি খেলতে পারেননি কাঁধের চোটের কারণে।
এবার কোহলি তখন ব্যস্ত থাকবেন কাউন্টি ক্রিকেট নিয়ে, সারেতে পুরো জুন মাসটাই কাটাবেন তিনি। কোহলি ছাড়া এই দলে নেই ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহও। আরও বাদ পড়েছেন রোহিত শর্মা, পার্থিব প্যাটেল ও দীনেশ কার্তিক।
ওপেনিংয়ে আছেন নিয়মিত তিনজনই- শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল। এখন কাউন্টি খেলা চেতেশ্বর পুজারা ও ইশান্ত শর্মাও আছেন দলে, আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সপ্তাহে খেলা নেই তাদের কাউন্টি দলের।
ছয় নম্বরে ফিরেছেন টেস্ট অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করা করুন নায়ার। দক্ষিণ আফ্রিকায় ব্যাক-আপ উইকেটকিপার নিয়ে গেলেও এই দলে বিশেষজ্ঞ একজনই- ঋদ্ধিমান সাহা। স্পিনার হিসেবে রবি আশ্বিনের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবও। ইশান্ত শর্মার সঙ্গে পেসারদের তালিকায় আছেন উমেশ যাদব, মোহাম্মদ শামি, শারদুল ঠাকুর। আর দক্ষিণ আফ্রিকায় অভিষেক হওয়া অলরাউন্ডার হারদিক পান্ডিয়াও আছেন স্কোয়াডে।
জুনের ১৪-১৮ তারিখ বেঙ্গালুরুতে হবে এই টেস্ট। এ সময় ভারতে পুরো গ্রীষ্ম, তবে অন্যান্য ভেন্যুগুলোর তুলনায় বেঙ্গালুরুই অপেক্ষাকৃত কম উষ্ণ। নিজেদের ইতিহাসের প্রথম টেস্টটি ভারতের বিপক্ষে খেলা চতুর্থ দেশ হতে যাচ্ছে আফগানিস্তান। এর আগে পাকিস্তান, জিম্বাবুয়ে ও বাংলাদেশও তাদের প্রথম টেস্ট খেলেছিল ভারতের সঙ্গে। এর মাঝে পাকিস্তানই শুধু খেলেছিল ভারতের মাটিতে। আফগানিস্তানে এ মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ নেই বলে তাদেরকেও প্রথম টেস্টটা খেলতে হচ্ছে বিদেশের মাটিতেই।
গত বছর আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে আইসিসি। অবশ্য আয়ারল্যান্ডই হচ্ছে ১১তম টেস্ট খেলুড়ে দেশ, ডাবলিনে পাকিস্তানের সঙ্গে তাদের ইতিহাসের প্রথম টেস্ট শুরু হবে ১১ মে।
আফগানিস্তান টেস্টের জন্য ভারত স্কোয়াড
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবি আশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, হারদিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, শারদুল ঠাকুর