• আইপিএল ২০১৮
  • " />

     

    টেস্ট-প্রস্তুতির জন্য আইপিএল ছাড়লেন উড

    টেস্ট-প্রস্তুতির জন্য আইপিএল ছাড়লেন উড    

    আইপিএলের জন্য জাতীয় দল ছেড়েছেন, এরকম ঘটনা শোনা গেছে বহুবার। কিন্তু জাতীয় দলের জন্য আইপিএল ছাড়ার কথা শুনলে একটু অবাকই হতে হয়! ইংল্যান্ড পেসার মার্ক উড টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্য এবারের আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেছেন।

    প্রায় ছয় মাস পর টেস্ট দলে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন। সামনেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে তাই আইপিএল থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন উড, ‘টেস্ট দলে ফিরতে অনেক কষ্ট করতে হয়েছে। যেহেতু আমি চেন্নাইয়ে নিয়মিত খেলতেও পারছি না, তাই দেশে ফিরে টেস্টের জন্য প্রস্তুতি নেওয়াই ভালো হবে। ডারহামের হয়ে কাউন্টি ম্যাচ খেলব, সেখানে ভালো পারফর্ম করে পাকিস্তানের বিপক্ষে দলে সুযোগ পাওয়ার চেষ্টা করব।’

    প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন, ৪ ওভারে ৪৯ রান দিয়ে পাননি কোনো উইকেট। এরপর আর সুযোগ পাননি দলে। আইপিএলের মাঝপথে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ায় ফ্র্যাঞ্চাইজির প্রতি ধন্যবাদও জানিয়েছেন উড, ‘চেন্নাইয়ের ম্যানেজমেন্ট, আমার সতীর্থরা এই ব্যাপারে অনেক সহায়তা করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি যে কারণে আইপিএল থেকে ফিরছি সেটায় সফল হবো।’