একই দিনে দুই খেলা, কোথায় থাকবেন কোহলি?
কাউন্টি খেলে ইংলিশ কন্ডিশনে নিজেকে ঝালাই করার জন্য খেলছেন না টেস্ট। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত দলে না থাকলেও বিরাট কোহলি আছেন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে ওই সিরিজ চলার সময়ই আছে কোহলির কাউন্টি দল সারের ম্যাচ। কাউন্টি না জাতীয় দল, শেষ পর্যন্ত কোথায় খেলবেন কোহলি?
আগামী বছর বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তাই এই মৌসুমে সারের হয়ে কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই কারণে আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডেও নেই। সারের পক্ষ থেকে জানানো হয়েছিল, পুরো জুন মাস ধরেই ক্লাবের হয়ে খেলবেন তিনি। চুক্তিটাও হয়েছিল সেভাবেই।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দুটি ম্যাচ পড়েছে ২৭ ও ২৯ জুন। ২৫ থেকে ২৮ জুন ইয়র্কশায়ারের সাথে চলবে সারের ম্যাচ। তাহলে কোন ম্যাচে মাঠে দেখা যাবে কোহলিকে?
বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ চৌধুরী বলছেন, কাউন্টি নয়, জাতীয় দলের হয়েই খেলতে হতে পারে কোহলিকে, ‘যদি নির্বাচকরা তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে দলে নিয়ে থাকেন, তাহলে তো তাকে সেখানেই খেলতে হবে! টি-টোয়েন্টি ম্যাচ খেললে কাউন্টিতে সে দুটির বেশি ম্যাচ খেলতে পারবেন না।’