• কাউন্টি চ্যাম্পিয়নশিপ
  • " />

     

    ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে না দিয়ে নিষিদ্ধ বোলার

    ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে না দিয়ে নিষিদ্ধ বোলার    

    নিজের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে দাঁড়িয়ে, দলের জয়ের জন্যও প্রয়োজন ২ রানই। মিনহেড ব্যাটসম্যান জে ড্যারেল হয়ত ভেবেছিলেন, সেঞ্চুরি ও জয় দুটোই পেয়ে যাবেন। কিন্তু প্রতিপক্ষের বোলার যে কী করতে যাচ্ছেন, সেটা হয়ত ঘুরনাক্ষরেও ভাবেননি। পারনেল ক্রিকেট ক্লাবের বোলার সেঞ্চুরি করতে দিলেন না তাকে, ইচ্ছে করে বল বাউন্ডারির দিকে ছুড়ে প্রতিপক্ষকে জিতিয়ে দিয়েছেন। এই ঘটনায় নাম প্রকাশ না করা সেই বোলারকে ৯ ম্যাচ নিষিদ্ধ করেছে সমারসেট ক্রিকেট লিগ কর্তৃপক্ষ।

    ডিভিশন-২ এর ম্যাচে ৯৮ রানে ব্যাটিং করতে থাকা ড্যারেলকে যে ইচ্ছে করেই সেঞ্চুরি করতে দেননি সেই বোলার, ব্যাপারটা বুঝতে পেরেছিলেন মাঠে উপস্থিত সবাই। ঘটনায় হতবাক হয়ে যাওয়া মিনহেড ক্রিকেটারদের শান্ত করতে এগিয়ে আসেন খোদ পারনেল অধিনায়ক। ড্যারেলের কাছে ক্ষমাও চান তিনি।

    শুধু ক্ষমা চাইলে কী হয়? মিনহেড কর্তৃপক্ষ এই ঘটনায় যারপরনাই চটেছেন। চটেছে পারনেল ক্লাব ও সমারসেট ক্রিকেট লিগ কর্তৃপক্ষও। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ওই বোলারকে পরবর্তী ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুধু নিষিদ্ধই নয়, বড় অঙ্কের জরিমানাও গুণতে হতে পারে তাকে।