• কাউন্টি চ্যাম্পিয়নশিপ
  • " />

     

    কাউন্টি খেলা হচ্ছে না কোহলির?

    কাউন্টি খেলা হচ্ছে না কোহলির?    

    কাউন্টি খেলার জন্য সরে দাঁড়িয়েছিলেন আফগানিস্তান সিরিজ থেকে। ইংল্যান্ড সিরিজ ও আগামী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সারের হয়ে এই মৌসুমেই প্রথমবারের মতো খেলার কথা ছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। শেষ পর্যন্ত হয়ত আর কাউন্টিতে খেলা হবে না তার, ইনজুরির কারণে ওই সময়টা বিশ্রামেই থাকতে পারেন কোহলি।

    ভারতীয় পত্রিকা মুম্বাই মিরর সবার আগে জানিয়েছিল ব্যাপারটা। কোহলির চিকিৎসক নাকি তাকে জানিয়েছেন, পিঠের ইনজুরি নিয়ে যদি জুনে কাউন্টি খেলতে যান, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নাও খেলা হতে পারে তার। পড়তে পারেন দীর্ঘমেয়াদি ইনজুরিতেও। তাই কাউন্টি না খেলে বিশ্রাম নেওয়াই তার জন্য ভালো হবে।

    বিসিসিআইয়ের এক মুখ্যপাত্রও নিশ্চিত করেছেন কোহলির কাউন্টি না খেলার বিষয়টা, ‘অপ্রত্যাশিত হলেও এটাই সত্যি। কিন্তু স্বস্তির ব্যাপার হচ্ছে তার কোন অস্ত্রোপচার লাগবে না। কাউন্টি না খেলে ইংল্যান্ড সিরিজের আগে সে বিশ্রামই নেবে ও সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে।’

    তবে সারে কিংবা কোহলি দুপক্ষের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত করেননি।