এবার বাংলাদেশ অল-আউট ৭১ রানে
বাংলাদেশ উইমেন ৭১ অল-আউট, ৩৬.৫ ওভার (নিগার ৩৩*, পান্না ১২, খাকা ৩/১৬, কাপ ২/১৪)
দক্ষিণ আফ্রিকা উইমেন ৭২/১, ১৪.২ ওভার (লি ৪৪*, শেটি ১৫*, নাহিদা ১/১৯)
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
১৬৪, ৮৯, ৭১- মেয়েদের ব্যাটিং গ্রাফটা নেমেই চলেছে ম্যাচ ধরে ধরে। কিম্বার্লির ডায়মন্ড ওভালে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭১ রানে অল-আউট হয়ে আবারও দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে ম্যাচ হেরেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে দুই ম্যাচ বাকি থাকতেই তাই সিরিজ হেরে গেছে রুমানা আহমদের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মহাবিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪, ৪, ৫, ৬- ২ রানের ব্যবধানেই প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা। পাঁচে নামা নিগার সুলতানা একদিকে ঠাঁই দাঁড়িয়ে দেখেছেন সতীর্থদের যাওয়া আসা। যা সঙ্গ দিয়েছেন আটে নামা পান্না ঘোষ। ৭ম উইকেটে দুইজন মিলে যোগ করেছেন ২৩ রান, বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ জুটি এটিই।
শেষ পর্যন্ত ৯৭ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন নিগার। দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু তিনি আর পান্নাই। ১৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার আগের ম্যাচসেরা আয়াবোঙ্গা খাকা। ১৪ রানে ২ উইকেট নিয়েছেন মারিয়ান কাপ। ১টি করে নিয়েছেন চারজন- ক্লাস, মালি, এনটোজাখে ও ট্রিয়ন।
আগের ম্যাচে ৯০ রান করতে ১৭.১ ওভার খেলেছিল দক্ষিণ আফ্রিকা, এবার ৭২ রান করতে খেলেছে ১৪.২ ওভার। ৫১ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৪ রান করে অপরাজিত ছিল লিজেল লি, ম্যাচসেরাও তিনি। ট্রিশা শেটি অপরাজিত ছিলেন ২০ বলে ১৫ রানে। আউট হয়েছেন শুধু অ্যান্ড্রি স্টেইন, নাহিদা আক্তারের বলে ক্যাচ দিয়েছেন উইকেটকিপার নিগারকে।
সিরিজের চতুর্থ ওয়ানডে একই ভেন্যুতে, ১১ মে। এই সফরে ৫টি ওয়ানডের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।