• মেয়েদের দক্ষিণ আফ্রিকা সফর
  • " />

     

    আরেকবার খেই হারাল বাংলাদেশ

    আরেকবার খেই হারাল বাংলাদেশ    

    চতুর্থ ওয়ানডে, কিম্বার্লি
    দক্ষিণ আফ্রিকা উইমেন ২৩০/৭, ৫০ ওভার (লি ৭০, ট্রিয়ন ৬০, নাহিদা ২/৩৮, জাহানারা ২/৫৪)
    বাংলাদেশ উইমেন ৭৬ অল-আউট, ৩৩.২ ওভার (ফারজানা ২২, ইসমাইল ২/৮, এনটোজাখে ২/১০)
    দক্ষিণ আফ্রিকা ১৫৪ রানে জয়ী 


    ১৬৪, ৮৯, ৭১- প্রথম তিন ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং গ্রাফটা নামছিলই শুধু। এবার উঠলো, তবে সেটা বুঝতে প্রয়োজন সূক্ষ্ণ দৃষ্টিশক্তির। চতুর্থ ওয়ানডেতে ৭৬ রানে অল-আউট হয়ে ১৫৪ রানে হেরেছে বাংলাদেশ। রানের হিসেবে এতো ব্যবধানে এর আগে হারেনি বাংলাদেশ। 

    টসে জিতে এবার ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। লিজেল লি ও লউরা উলভার্ডটের ৭২ রানের ওপেনিং জুটিই গড়ে দিয়েছে বড় স্কোরের ভিত। দিনে বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তারের বলে আউট হয়েছেন উলভার্ডট, ৩২ রানে। ৭০ রান করে এরপর থেমেছেন লি, পান্না ঘোষের বলে ক্যাচ দিয়ে। তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে মেয়েদের ওয়ানডেতে ২০০০ রান এর আগেই ছুঁয়েছেন আগের ম্যাচের সেরা ক্রিকেটার। 

     

     

    মাঝে রানের গতিতে রেশ টেনে ধরেছিল বাংলাদেশ, তবে অধিনায়ক ক্লোয়ি ট্রিয়নের ৪৭ বলে ৬০ রানের ঝড়ে ২৩০ পর্যন্ত পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। নাহিদা ২ উইকেট নিয়েছেন ৩৬ রানে, জাহানারা সমান উইকেট নিতে খরচ করেছেন ৫৪ রান। সবচেয়ে কৃপণ ছিলেন অবশ্য পান্না, ৮ ওভারে ২৯ রানে নিয়েছেন ১ উইকেট। রুমানাও নিয়েছেন ১টি। 

    ব্যাটিংয়ে এরপর পুরোনো চিত্র বাংলাদেশের। তিন অংক ছুঁয়েছেন তিনজন- শারমিন সুলতানা, ফারজানা হক ও শামিমা সুলতানা। দ্বিতীয় উইকেটে ২৮ রানই বাংলাদেশের সর্বোচ্চ। 

    উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সব বোলারই, তবে সবচেয়ে বিধ্বংসী ছিলেন পেসার শবনিম ইসমাইল। ৭ ওভারে ৮ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। ‘অপেক্ষাকৃত’ কম বিধ্বংসী ছিলেন রাইসিব এনটোজাখে, ৭ ওভারে ২ উইকেট নিয়েছেন ১০ রানে। ৩৩.২ ওভারে অল-আউট হয়ে গেছে বাংলাদেশ।