• আইপিএল ২০১৮
  • " />

     

    মুস্তাফিজের 'কাটারে' মুগ্ধ বুমরাহ

    মুস্তাফিজের 'কাটারে' মুগ্ধ বুমরাহ    

    ডেথ ওভারে বর্তমান সময়ের অন্যতম সেরা দুজন বোলার তারা। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও ভারতের জাসপ্রিত বুমরাহ এবার একসাথেই খেলছেন আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তাই মুস্তাফিজকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বুমরাহর। মুস্তাফিজের ‘কাটারের’ প্রশংসার পাশাপাশি বুমরাহ বলছেন, ডেথ ওভারে দারুণভাবে মাথা ঠান্ডা রেখে বোলিং করেন তিনি।

    প্রথমদিকের ছয়টি ম্যাচে খেললেও এরপর আর দলে সুযোগ পাননি মুস্তাফিজ। তবে যেটুক সুযোগ পেয়েছেন, তা দেখেই মুগ্ধ বুমরাহ, ‘সে দারুণ একজন বোলার। আমার সাথে কিছু পার্থক্য আছে বোলিং স্টাইলে। তার কাটার তো দুর্দান্ত। বোলার হিসেবে সে খুবই বুদ্ধিমান, এটা ভালো লক্ষণ।’

    ডেথ ওভারে মুস্তাফিজের মাথা ঠান্ডা রেখে বোলিং করার প্রশংসাও করলেন বুমরাহ, ‘যখন আপনি ডেথ ওভারে বোলিং করবেন, তখন মাঠা ঠান্ডা রাখতে হবে। কারণ আপনি যদি এটা না করেন, দলের ওপরও সেই প্রভাব পড়বে। সেই এই ব্যাপারেও ভালো করছে।’

    বোলিং দিয়ে দুজনের মাঝে নিয়মিত আলোচনাও হয় বলে জানান বুমরাহ, ‘আমরা আলোচনা করি, নিজেরা নিজেদের প্রশ্ন করি। যখন আপনি ভিন্ন ভিন্ন মতামত পাবেন, তখন সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ভালো পরামর্শ পেলে সেটা সবার জন্যই উপকারী।’