থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের আরও কাছে বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর
থাইল্যান্ড ২০ ওভারে ৬০/৮ ( বোচথাম ১৫, সালমা ২/৬)
বাংলাদেশ ১১.১ ওভারে ৬২/৯ ( আয়েশা ২৫*, নিগার ২৫*)
বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
গতকাল ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল তারা। মেয়েদের এশিয়া কাপে আজ থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সালমারা।
টসে জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সালমা খাতুন ও নাহিদা আক্তারদের দুর্দান্ত বোলিং দাঁড়াতে পারেননি থাইল্যান্ডের কেউই। দুই অংক ছুঁয়েছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়েছেন সালমা, নিয়েছেন ২ উইকেট। কৃপণে বোলিংয়ের জন্য হয়েছেন ম্যাচসেরাও।
২ উইকেট পেয়েছেন নাহিদাও, জাহানারা, ফাহিমা, রুমানারা পেয়েছেন একটি করে উইকেট। শেষের দিকে থাই অধিনায়ক টিপচ ও সেগনাকারোয়াতের ১৩ ও ১৪ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেট হারিয়ে থাইল্যান্ড তোলে ৬০ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানের মাথায় শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। এরপর অবশ্য আর উইকেট পড়েনি। আয়েশা রহমান ও নিগার সুলতানা অপরাজিত থেকেই জয় তুলে নেন। ২ চার ও এক ছয়ে আয়েশা করেন ২৮ বলে ২৫ রান, নিগারের রানও ২৫। ৫৩ বল হাতে রেখেই জয় পায় তারা।
শেষ ম্যাচে মায়লেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে বড় ব্যবধানে জিতলে ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।