• অ্যাশেজ
  • " />

     

    প্রথম দিনটা শুধুই অস্ট্রেলিয়ার!

    প্রথম দিনটা শুধুই অস্ট্রেলিয়ার!    

    কার্ডিফ কি আবার ফিরে এল লর্ডসে ? অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনে শুন্য রানে জো রুটের ক্যাচ ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। রুট পরে সেঞ্চুরি করেছিলেন, ম্যাচটাও অস্ট্রেলিয়ার নাগালের বাইরে চলে যায় তখনই। কাকতালই বটে, আজ সেই রুটই শুন্য রানে ফেলে দিলেন ক্রিস রজার্সের ক্যাচ। পরে রজার্স সেঞ্চুরি করেছেন, লর্ডস টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার দিগন্তে উঁকি দিচ্ছে সিরিজে ফিরে আসার স্বপ্ন। প্রথম দিন শেষেই অস্ট্রেলিয়া করে ফেলেছে ৩৩৭ রান, হারিয়েছে শুধু ডেভিড ওয়ার্নারের উইকেট। রজার্স করে ফেলেছেন ১৫৮ রান, স্মিথ ১২৯ রান করে পেয়েছেন সিরিজে নিজের প্রথম সেঞ্চুরি।

     

     

    ইংলিশ বোলারদের জন্য সারাটা দিনই কেটেছে হতাশাজর্জর। আগের টেস্টের মতো তেমন ক্ষুরধার ছিলেন না বোলাররা, ফিল্ডাররাও সমানে পাল্লা দিয়েছেন তাদের  সঙ্গে।। রুটের ওই ক্যাচ মিস তো আছেই, পরে স্টিভেন স্মিথের ক্যাচ ৫০ রানে আরও একবার ফেলে দিয়েছেন ইয়ান বেল। পরে রজার্সের আরও একটা কঠিন সুযোগও লুফে নিতে পারেননি ইংলিশ ফিল্ডাররা। মূল্যটা ইংল্যান্ড দিয়েছে ভালোমতোই।

     

    দিনে একমাত্র যেই হাসির উপলক্ষ ইংল্যান্ড পেয়েছে, সেটাও অস্ট্রেলিয়ার সৌজন্যেই অনেকটা। মঈন আলীর বলটা উড়িয়ে মারতে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার, ধরা পড়েছেন লং অফে।

     

    এরপর সারাদিনই ইংলিশ বোলারা মাথা কুটে মরেছেন। স্মিথ ছিলেন তাঁর মতোই সাবলীল, গত আট টেস্টের ছয়টিতেই প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। রজার্স তো ইতিহাসই গড়েছেন, সবচেয়ে বেশি বয়সী অস্ট্রেলিয়ান হিসেবে অন্তত দেড়শ রানের ইনিংস খেলেছেন। দুজনকেই হাতছানি দিচ্ছে ইতিহাস, লর্ডসে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন শুধু দুজন অস্ট্রেলিয়ান। স্যার ডন ব্র্যাডম্যান ও বিল ব্রাউনের পাশে কি দুজন বসতে পারবেন ?