• অ্যাশেজ
  • " />

     

    অংকে অংকে 'অজি লজ্জা'র ইতিবৃত্ত

    অংকে অংকে 'অজি লজ্জা'র ইতিবৃত্ত    

    চলমান অ্যাশেজের চতুর্থ টেস্টে নটিংহামে প্রথম দিনেই বড় লজ্জা পেতে হল অস্ট্রেলিয়াকে। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে অজিদের ব্যাটিং লাইন আপ গুটিয়ে গেছে মাত্র ৬০ রানে! আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগুলো এক ঝলক দেখে নেয়া যাকঃ

     

    ১। নিজেদের টেস্ট ইতিহাসে আজকের ৬০ রান অস্ট্রেলিয়ার সপ্তম সর্বনিম্ন সংগ্রহ। আর বিগত ৭৯ বছরের ইতিহাস বিবেচনায় নিলে এর চেয়ে বড় লজ্জা অস্ট্রেলিয়াকে এর আগে আর একবারই পেতে হয়েছিল। সেটাও অবশ্য খুব বেশীদিন আগে নয়। ২০১১ সালের কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪৭ রানে অল-আউট হয়েছিল ক্লার্ক বাহিনী। তবে সেটা ছিল দ্বিতীয় ইনিংসে। এরও আগে ১৯৩৬ সালে অজিদেরকে ব্রিসবেনের মাঠে ৫৮ রানে গুটিয়ে দিয়েছিল এই ইংল্যান্ডই, সেটাও দ্বিতীয় ইনিংসে।

     

     

    ২। নটিংহামে আজ অলআউট হবার আগে অস্ট্রেলিয়া দল সাকুল্যে খেলেছে ১৮.৩ ওভার বা ১১১ বল। টেস্টে প্রথম ইনিংসে এটাই সবচেয়ে কম বল খেলে অলআউট হবার নতুন রেকর্ড। আর অস্ট্রেলিয়ার জন্য দু’ ইনিংস মিলিয়ে এটি তৃতীয় সর্বনিম্ন বলের টেস্ট ইনিংস। সবচেয়ে কম বলেরটি ওই ব্রিসবেন টেস্টেই, ইংল্যান্ডের বিপক্ষে। আরও মজার ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার ১৪টি সর্বনিম্ন বলের টেস্ট ইনিংসের ১৩টিই ইংল্যান্ডের বিপক্ষে।

     

     

    ৩। ক্যারিয়ারের ৪৬তম টেস্ট ইনিংসে এসে আজ প্রথমবারের মতো শূন্য রানে ফিরে গেছেন অজি ওপেনার ক্রিস রজার্স। সেই সাথে হারিয়েছেন বিরল একটি রেকর্ডের মালিক হবার সম্ভাবনা। চলতি অ্যাশেজের পরই তাঁর অবসরে যাওয়ার কথা। এই সিরিজ ‘ডাক’শূন্য কাটতে পারলে তিনিই হতেন সবচেয়ে বেশী টেস্ট ইনিংস খেলে শূন্য রানে আউট না হওয়া ব্যাটসম্যান। ৪৪ টেস্ট ইনিংস খেলে রেকর্ডটির বর্তমান মালিক তাঁরই স্বদেশী জিম বুর্ক।

     

     

    ৪। আট আটটি উইকেট দখলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস আজ কার্যত একাই ধ্বসিয়ে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। এর আগে দু’বার তাঁর এক ইনিংসে সাত উইকেট নেবার কৃতিত্ব রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো টেস্টই হয়েছিল লর্ডসে।  ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে পঞ্চম ইংলিশ বোলার হিসেবে ব্রড পেরিয়েছেন তিনশ’ টেস্ট উইকেটের মাইলফলকও। আগের চারজন হলেন জেমস অ্যান্ডারসন (৪০৭), ইয়ান বোথাম (৩৮৩), বব উইলিস (৩২৫) ও ফ্রেড ট্রুম্যান (৩০৭)।

     

     

    ৫। অস্ট্রেলিয়ার প্রথম সাতজন ব্যাটসম্যানের কেউই আজ রানের খাতায় দশের কোঠা পেরোতে পারেন নি। এদের মধ্যে অধিনায়ক ক্লার্ক করেছেন সর্বোচ্চ ১০ রান। এমন লজ্জাও অস্ট্রেলিয়াকে এর আগে আর একবারই পেতে হয়েছিল। বুঝতেই পারছেন...১৯৩৬ সালের ব্রিসবেন টেস্টে! আর হ্যাঁ, অস্ট্রেলিয়ার এমন পাঁচটি অতীতের চারটিই আবার ইংল্যান্ডের বিপক্ষে!

     

    ৬। ব্যাটসম্যানদের মধ্যে আজ ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক মিচেল জনসন (১৩)। তবে তাঁকে এক রানের ব্যবধানে ছাড়িয়ে গিয়ে অ্যাশেজের ইতিহাসে প্রথমবারের মতো আজ সর্বোচ্চ স্কোরার হয়েছে ‘মি. এক্সট্রা’!