নেপালকে হারিয়েই সেমিতে বাংলাদেশের মেয়েরা
প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭ গোলে উড়িয়েই নিশ্চিত করে ফেলেছিল সেমিফাইনাল। সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপে পরের ম্যাচে অবশ্য আর গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসাতে পারল না বাংলাদেশের মেয়েরা। তবে আজ থিম্পুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রেখেছে সেমিফাইনালে, সেখানে মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।
গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই চলত মেয়েদের। কোচ গোলাম রব্বানি ছোটন অবশ্য ম্যাচ শুরুর আগে বলেছিলেন, এই মাচটা জিতেই তারা পা রাখতে চান সেমিফাইনালে। প্রথমার্ধে বেশ তেঁড়েফুঁড়েই খেলেছে মেয়েরা, ১৬ মিনিটেই এসে যায় প্রথম গোল। রক্ষণ থেকে বাড়ানো লম্বা একটা বল ক্লিয়ার করতে পারেননি নেপালি ডিফেন্ডার। সামনে এগিয়ে আসতে থাকা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন সিরাত জাহান স্বপ্না। টুর্নামেন্টে দুই ম্যাচেই আট গোল হয়ে গেল স্বপ্নার, সর্বোচ্চ গোলদাতাও তিনিই। এরপর বাংলাদেশ এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি। ৪১ মিনিটে আবারও এগিয়ে যায়, অনেকটা যেন প্রথম গোলের পুনরাবৃত্তিই। এবারও লম্বা বল ক্লিয়ার করতে ব্যর্থ নেপাল, গোলরক্ষকের বাড়ানো বল সরাসরি গিয়ে পড়ে কৃষ্ণা রাণীর কাছে। নেপালের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে সেটি জালে জড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল খুব বেশি গোল করার সুযোগ পায়নি, খেলা হয়েছে অনেকটা এলোমেলো। জয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ রক্ষণের অসতর্কতার সুযোগে বরং একটি গোল দিয়ে দেয় নেপাল। ৯১ মিনিটে ডান পায়ের দারুণ এক শটে রশ্মি কুমারী শিশিংয়ের গোলটা অবশ্য সান্ত্বনাই হয়ে থেকেছে শুধু।