এবার ইরানকেও উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
হংকংয়ে বাংলাদেশের মেয়েদের বিজয়কেতন উড়ছেই। জকি সিজিআই যুব ফুটবলের দ্বিতীয় ম্যাচে এবার ইরানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ দল। শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক হংকং, সেখানে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।
প্রথম ম্যাচে মালয়েশিয়াকে বাংলাদেশ উড়িয়ে দিয়েছিল ১০-১ গোলে। হোক না বয়সভিত্তিক দল, দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইরানের সঙ্গে কাগজে কলমে পার্থক্য ছিল অনেকখানি। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং যখন ১০২, ইরান ৪৪ ধাপ এগিয়ে আছে ৫৮তে। কিন্তু মাঠের ফলে সব ছক বদলে দিল বাংলাদেশ।
মাত্র ২৫ সেকেন্ডেই প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ, গোল করেন তহুরা। ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তহুরা, হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করতে হয়েছে মাত্র ২৯ মিনিট। ৩২ মিনিটে ব্যবধান ৪-০ করেন আনা মগিনি। ৪৫ মিনিটে শামসুন্নাহারের গোলে প্রথমার্ধেই ব্যবধান ৫-০ করে বাংলাদেশ।
৬৩ ও ৬৯ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পেয়ে যান শামসুন্নাহার। ৭৭ মিনিটে আনুচিং মগিনি ব্যবধানটা ৮-০ করেন। অতিরিক্ত সময়ে এসে একটি সান্ত্বনাসূচক গোল পায় ইরান।
স্বাগতিক হংকংয়ের সঙ্গে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আগামীকাল।