• এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ
  • " />

     

    বাছাইপর্বে অপরাজিত থাকা হলো না বাংলাদেশের

    বাছাইপর্বে অপরাজিত থাকা হলো না বাংলাদেশের    

    গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী চীনের সাথে শেষ ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে অবশ্য ব্যর্থ হলেন মারিয়া-মনিকারা। চীনে কাছে ৩-০ গোলে হেরেই শেষ হয়েছে বাংলাদেশের বাছাইপর্বের যাত্রা।

    মায়ানমারের মানদালার থিরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে চীনের মেয়েরা। ২৮ মিনিটে এগিয়ে যায় চীন। বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলের সুযোগে গোল করে তাঁরা। প্রথমার্ধে আর গোল হয়নি।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে চীন। ৫৩ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বারের মতো বল জড়ায় চীন। ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকবার আক্রমণ করেও আর ব্যবধান বাড়াতে পারেনি চীন। অন্যদিকে ফিলিপাইন-মায়ানমারকে উড়িয়ে দেওয়া তহুরারা আজ তেমন কোন সুযোগই তৈরি করতে পারেননি।

    এশিয়ার সেরা আট দল নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ প্রমীলা চ্যাম্পিয়নশিপের মূল পর্ব।