• এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ
  • " />

     

    মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে চলে গেলেন স্বপ্নারা

    মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে চলে গেলেন স্বপ্নারা    

    প্রথম ম্যাচে আফগানিস্তানে উড়িয়ে দিয়ে শুরু। পরের ম্যাচে স্বাগতিক ভারতের সঙ্গে গোলশূন্য ড্র। সেমিফাইনালে প্রতিপক্ষ মালদ্বীপকে পেয়ে আবারও দুর্দান্ত বাংলাদেশের মেয়েরা। ৬-০ গোলের জয়ে মেয়েদের সাফ ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।


    এ বছরই এএফসি মেয়েদের অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে সেটি ছিল বয়সভিত্তিক প্রতিযোগিতা, মূল জাতীয় দলে কতটা কী করতে পারবে সেটাই দেখার অপেক্ষা ছিল। তবে শিলিগুড়িতে বাংলাদেশের মেয়েরা যথারীতি দুর্দান্ত। ভারতের সঙ্গে ম্যাচ বাদ দিলে বাকি দুই ম্যাচে করেছে ১২ গোল।


    আজ সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন সিরাত জাহান স্বপ্না। দারুণ এক হ্যাটট্রিকে দলকে নিয়ে গেছেন ফাইনালে। অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো সাবিনা খাতুন করেছেন জোড়া গোল। বাংলাদেশের হয়ে অন্য গোলটি করেছেন নার্গিস খাতুন।

     
    শুরুটা করেছিলেন স্বপ্নাই, ১১ মিনিটে তাঁর গোলই বাংলাদেশকে এনে দিয়েছিল উদযাপনের প্রথম উপলক্ষ। ২৩ মিনিটে স্বপ্না পান দ্বিতীয় গোল, প্রথমার্ধটা শেষ হয়েছে সেভাবেই। বিরতির পর আরও অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা, প্রথম ১৩ মিনিটেই পেয়ে গেছে চার গোল। সাবিনা ও নার্গিসের গোলের পর ৫৬ মিনিটে গোল পেয়েছেন স্বপ্নাও। পরে সাবিনা পেয়েছেন আরও একটি গোল। 
    সামনের বুধবার ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা।