• জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকা সফর ২০১৮
  • " />

     

    ফিরেই দঃ আফ্রিকাকে জেতালেন স্টেইন, সঙ্গে তাহিরের হ্যাটট্রিক

    ফিরেই দঃ আফ্রিকাকে জেতালেন স্টেইন, সঙ্গে তাহিরের হ্যাটট্রিক    

    দক্ষিণ আফ্রিকা ১৯৮, ৪৭.৩ ওভার 
    জিম্বাবুয়ে ৭৮ অল-আউট, ২৪ ওভার
    দ. আফ্রিকা ১২০ রানে জয়ী 


    দক্ষিণ আফ্রিকার রান ছিল ১০১, উইকেট ৭টি। জিম্বাবুয়ে চেপে ধরেছিল দক্ষিণ আফ্রিকাকে। হাজির হলেন ডেল স্টেইন, নয় নম্বরে নামা ডেল স্টেইন। দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে খেললেন ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। দক্ষিণ আফ্রিকা পেল ১৯৮ রানের সংগ্রহ, তবে জিম্বাবুয়ে ম্যাচে ছিল ঠিকই। তবে সুযোগটা কাজে লাগাতে পারল না তারা। ডেল স্টেইন ব্রেকথ্রু এনে দিলেন, এরপর বাকি কাজ সারলেন ইমরান তাহির। চতুর্থ দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন এই লেগস্পিনার। ফল- দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার সহজ জয়, সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও জয়। 

    ৯ রানে ২ উইকেট হারিয়ে শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার। এইডেন মার্করামের ৪৯ বলে ৩৫ রানের পরও ব্যাটসম্যানদের আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে আসার মানসিকতা ভুগিয়েছিল তাদের। খায়া জনডো ও ক্রিশ্চিয়ান জঙ্কার ইনিংসটা ঠিকঠাক শুরু করলেও বড় করতে পারেননি। এরপরই অ্যান্ডাইল ফেহলুকায়োকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েছেন ডেল স্টেইন। শেষ ব্যাটসম্যান হিসেবে ডোনাল্ড ট্রিপানোর বলে বোল্ড হওয়ার আগে স্টেইন করেছেন ৬০ রান, ৮৫ বলে, ৮ চার ও ১ ছয়ে। ক্যারিয়ারে এটি প্রথম ফিফটি তার, এর আগের সর্বোচ্চ ছিল ৩৫। ফেহলুকায়ো স্টেইনের আগেই আউট হয়েছেন ২৮ রান করে। 

    ১৯৯ রানের লক্ষ্যটা জিম্বাবুয়ের নাগালের ভেতরেই ছিল, তবে শুরুতে উইকেট হারানোর পর আর সামাল দিতে পারেনি তারা। এক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ২৭ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ট্রিপানোর, ১২। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। স্টেইন-এনগিডির পেসের পর তারা ঘুরেছে তাহিরের স্পিন-ঘূর্ণিপাকে। 

    ২৪ রানে ৬ উইকেট নিয়েছেন তাহির, ক্যারিয়ারে তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেট তার এটি। ২৪ ওভারের মাঝেই জিম্বাবুয়ে অল-আউট হয়ে গেছে, হেরেছে ১২০ রানে। এর আগের ম্যাচে ১১৭ রানে অল-আউট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বনিম্ন রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। আজ সেই রেকর্ডকে তারা ছাড়িয়ে নিল অনেকদূর! 

    অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা হয়েছেন স্টেইনই।