• জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকা সফর ২০১৮
  • " />

     

    অস্ট্রেলিয়া সফরে নেই আমলা

    অস্ট্রেলিয়া সফরে নেই আমলা    

     

    আঙ্গুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলেননি তিনি। হাশিম আমলার সেই চোট আরও বেশ কিছুদিন ভোগাবে তাকে। কাল জানান হয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যেতে পারবেন না এই দক্ষিণ আফ্রিকা ওপেনার।

    ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় আঙ্গুলে আঘাত পেয়েছিলন আমলা। প্রথমে বলা হয়েছিল, তিন সপ্তাহ পরেই মাঠে নামতে পারবেন। তার বদলি হিসেবে জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলেন ডিন এলগার, আহামরি কিছু করে দেখাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া সফরের আগেই ফিট হয়ে দলে ফিরবেন আমলা, ধারণা করা হয়েছিলে এমনটাই।

    তবে দক্ষিণ আফ্রিকা কোচ ওটিস গিবসন বলছেন, সামনের বছরের বিশ্বকাপকে মাথায় রেখেই আমলাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না, ‘আমলার ইনজুরি সেরে উঠেছে অনেকটাই। কিন্তু আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি না। সামনেই বিশ্বকাপ, তার আঙ্গুল যেন সেই সময়টায় ঠিক থাকে এজন্যই তাকে এখন খেলানো উচিত হবে না। ডি ককের ওপেনিং পার্টনার হিসেবে অন্য কাউকেই নেওয়া হবে।’

    আমলা ঠিক কবে জাতীয় দলে ফিরবেন, সেটা অবশ্য জানানো হয়নি। আগামী ৪ নভেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ।