অভিষেকেই সেঞ্চুরি করে পৃথ্বীর যত রেকর্ড
কেমো পলের বলে ড্রাইভ করে দৌড়ালেন, রান নেওয়ার পর ব্যাট উঁচিয়ে ধরে আকাশের দিকে তাকালেন। ড্রেসিংরুমে ততক্ষণে দাড়িয়ে তুমুল করতালিতে মুখর কোহলিরা, মুখর পুরো স্টেডিয়ামও। রাজকোটে অভিষেক টেস্টে খেলতে নেমেই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন পৃথ্বী শ’। মাত্র ১৮ বছর বয়সে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ডও করেছেন এই তরুণ ওপেনার।
বয়স মাত্র ১৮ বছর ৩২৯ দিন। ভারতের হয়ে পৃথ্বীর চেয়ে কম বয়সে প্রথম সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার, তখন তার বয়স ছিল ১৭ বছর ১১ দিন। টেস্টে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায়ও চতুর্থ স্থানে আছেন পৃথ্বী। সবার ওপরে আছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, তিনি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন ১৭ বছর ৬১ দিনে।
অভিষেকে ভারতের হয়ে পৃথ্বীর আগে সেঞ্চুরি করেছেন মাত্র ১৪ জন। পৃথ্বী আজ সেঞ্চুরি করেছে মাত্র ৯৯ বলে। দ্রুততম সময়ে অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান তিনি। ৮৫ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ভারতেরই শিখর ধাওয়ান, ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন।
শুধু টেস্ট অভিষেকে নয়, পৃথ্বী সেঞ্চুরি পেয়েছিলেন নিজের রঞ্জি ট্রফি ও দুলিপ ট্রফির অভিষেকেও!