• ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    রাজকোটে ক্যারিবীয়দের ওপর ভারতের রাজত্ব

    রাজকোটে ক্যারিবীয়দের ওপর ভারতের রাজত্ব    

    রাজকোট টেস্ট 
    দ্বিতীয় দিনশেষে 
    ভারত প্রথম ইনিংস ৬৪৯/৯ ডিক্লে. (কোহলি ১৩৯, শ ১৩৪, জাদেজা ১০০*, পান্ট ৯২, বিশু ৪/২১৭)
    ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস* ৯৪/৬ 
    ওঃ ইন্ডিজ প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ৫৫৫ রানে পিছিয়ে 


    টেস্টের মাত্র দ্বিতীয় দিন, এরই মাঝে যেন দফা রফা হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। বিরাট কোহলির সেঞ্চুরি, রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি, ঋশাভ পান্টের ৯২ রানের পর শামি-আশ্বিন-জাদেজা-কুলদিপের বোলিং তোপে প্রথম ইনিংসে ৫৫৫ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, বাকি আছে মাত্র ৪ উইকেট। রাজকোট টেস্ট না শেষ হয়ে যায় তৃতীয় দিনেই! 

    ৪ উইকেটে ৩৬৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল ভারত। দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের বোলিং বা ফিল্ড-সেটিং বদলায়নি। আলগা বলের পসরা সাজিয়ে কোহলি-পান্টদের নিজেদের মতো করে খেলার সুযোগ করে দিয়েছেন তারা। ৮৪ বলে ৯২ রান করে অতি-আক্রমণাত্মক হতে গিয়ে সেঞ্চুরি মিস করেছেন পান্ট, দেবেন্দ্র বিশুর গুগলিতে। বিশু ইনিংস শেষ করেছেন ২১৭ রান ৪ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং। 

    বিরাট কোহলি পূর্ণ করেছেন টেস্টের ২৪তম সেঞ্চুরি। সর্বোচ্চ সেঞ্চুরিতে ভারতীয়দের তালিকায় বীরেন্দর শেওয়াগকে টপকে গেলেন কোহলি। তার সামনে এখন আছেন শুধু তিনজন- শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। 

    ৫৭১ রানে ৮ম উইকেট পড়েছিল ভারতের, জাদেজার তখন ফিফটিই হয়নি। উমেশ যাদবকে নিয়ে এরপর গড়েছেন ৫৫ রানের জুটি। যাদব যাওয়ার সময়ও সেঞ্চুরি থেকে ২১ রান দূরে ছিলেন জাদেজা। তবে শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি আসার পরও ওয়েস্ট ইন্ডিজের ভাবান্তর হয়নি। জাদেজাও সিঙ্গেল বের করে স্ট্রাইক নিয়েছেন। 

    ঘরের মাঠে পূর্ণ করেছেন সেঞ্চুরি, আরেকবার দেখিয়েছেন ‘সোর্ড সেলিব্রেশন’। নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়েছেন জাদেজা, আর ভারত গড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ স্কোর।

    তবে শুধু ব্যাটিংয়ে নয়, জাদেজা এরপর শিরোনামে থাকলেন বোলিং-ফিল্ডিংয়েও। 

    শুরুটা করেছিলেন মোহাম্মদ শামি। সিম বোলিংয়ের দারুণ এক চার ওভারের স্পেলে ফিরিয়েছেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইরন পাওয়েলকে। এরপর এসেছেন আশ্বিন, শাই হোপকে বোল্ড করেছেন টার্ন ছাড়া অফব্রেকে। শিমরন হেটমায়ার ও সুনিল আমব্রিস হাজির হয়েছিলেন এক প্রান্তে গিয়ে, নিজের বলে রান-আউট করেছেন জাদেজা। পরে আমব্রিসকেও ক্যাচ বানিয়েছেন তিনি। কুলদিপ যাদব এসে ফিরিয়েছেন শেন ডওরিচকে। 

    ১৪৯.৫ ওভার ব্যাটিং করেছে ভারত, প্রথম ইনিংসে। আর ২৯ ওভার খেলতেই ওয়েস্ট ইন্ডিজের নেই ছয় ব্যাটসম্যান। আর কিছু বলতে হবে?