• ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    ঘন ঘন কোচ বদলে হতাশ হোল্ডার

    ঘন ঘন কোচ বদলে হতাশ হোল্ডার    

     

    ভারত সফরের আগেই কোচ স্টুয়ার্ট ল জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সফর শেষেই ওয়েস্ট ইন্ডিজকে বিদায় জানাবেন। চার বছরের মাঝে চতুর্থবারের মতো কোচের পদ খালি হবে ক্যারিবিয়দের। অধিনায়ক জেসন হোল্ডার বলছেন, এভাবে একের পর এক কোচ বদলানোর খারাপ প্রভাব পড়ছে দলের পারফরম্যান্সে।

    ২০১৪ সালে থেকে ওয়েস্ট ইন্ডিজের কোচের পদটা হয়ে গেছে মিউজিক্যাল চেয়ারের মতো। ওটিস গিবসন, ফিল সিমসদের পর গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন স্টুয়ার্ট ল। আগের দুইজনের মতো তিনিও চুক্তি নবায়ন না করেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    হোল্ডার বলছেন, বারবার নতুন কোচের সাথে খাপ খাইয়ে নিতে কষ্ট হচ্ছে দলের, ‘ব্যাপারটা আসলেই কঠিন। গত পাঁচ বছরে আমাদের অনেক কোচ এসেছেন ও চলে গেছেন। ক্রিকেটাররা চেষ্টা করেছে নতুন কোচের সাথে মানিয়ে নিতে। সবাই ভাবছে আমরা সহজেই মানিয়ে নেই প্রতিবার। কিন্তু পর্দার পেছনে কী হয় সেটা শুধু ক্রিকেটাররাই জানে। সবাই মানিয়ে নেওয়ার জন্য যে কষ্টটা করেছে, সেটার জন্য তাদের সাধুবাদ জানাতে চাই।’

    ল’ এর পর যিনি আসবেন, তাকে যেন বেশিদিন ধরে রাখে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড, এমনটাই আশা হোল্ডারের, ‘ল দলের মাঝে একটা বাড়তি আত্মবিশ্বাস এনেছিলেন। কিন্তু সবাই পেশাদার, লও নিজের জন্য ভালো ঠিকানা খুঁজে নিয়েছেন। আশা করি পরবর্তীতে যিনি আসবেন, তিনি একটু বেশি সময় থাকবেন। বোর্ডকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে।’

    অল্প কয়েকদিনের মাঝেই নতুন কোচের নাম প্রকাশ করতে পারেন ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।