উলটো ও. ইন্ডিজকেই চাপে রাখলেন পান্ট-রাহানে
দ্বিতীয় টেস্ট, হায়দরাবাদ
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ৩১১ অল-আউট (চেজ ১০৬, হোল্ডার ৫২, যাদব ৬/৮৮)
ভারত ১ম ইনিংস* ৩০৮/৪ (পান্ট ৮৫*, রাহানে ৭৫*, শ ৭০, হোল্ডার ২/৪৫)
১ম ইনিংসে ভারত ৭ উইকেট নিয়ে ৩ রানে পিছিয়ে
সিরিজে প্রথমবার ভারতকে চাপে রেখতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পৃথ্বি শর দ্রুত ইনিংসের পর আজিঙ্কা রাহানে ও ঋশাভ পান্টের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে দিনশেষে চাপে আছে ওই ওয়েস্ট ইন্ডিজই। প্রথম ইনিংসে মাত্র ৩ রানে পিছিয়ে ভারত, বাকি আছে ৬ উইকেট।
আগেরদিনের সঙ্গে এদিন সকালে আর ১৫ রান যোগ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন উইকেট, আধাঘন্টার মাঝেই তাদের অল-আউট করে দিয়েছেন উমেশ যাদব। ৮৮ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি, ১৯৯৯ সালের পর ঘরের মাটিতে এই প্রথম কোনও ভারতীয় পেসারের ৬ উইকেট নেওয়ার ঘটনা এটি। পরের ইনিংসের প্রথম বলে হ্যাটট্রিকের সামনেও দাঁড়িয়ে থাকবেন তিনি, রসটন চেজ ও শ্যানন গ্যাব্রিয়েল- ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই উইকেট যাদব নিয়েছেন পরপর দুই বলে। ৯৮ রানে অপরাজিত থাকা চেজ সেঞ্চুরি পূরণ করেছেন, ২০১১ সালের পর ভারতে সেঞ্চুরি পাওয়া প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান হলেন তিনি।
আগের টেস্টের মতোই শুরুটা এরপর করেছিলেন শ। ৩৯ বলে ফিফটি করেছেন, ভারতকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। ওদিকে অবশ্য সিদ্ধান্তহীনতায় আবার ভুগেছেন লোকেশ রাহুল, জ্যাসন হোল্ডারের বলে বোল্ড হয়েছেন ৪ রান করে। ওপেনিং জুটিতে অবশ্য তখনোই এসেছে ৬১ রান।
বেশি আক্রমণাত্মক হতে গিয়েই এক্সট্রা কাভারে ক্যাচ দেওয়ার আগে শ করেছেন ৫৩ বলে ৭০ রান। ব্যাট ধরে রেখে গ্যাব্রিয়েলের বলে কট-বিহাইন্ড হয়েছেন পুজারা। ১০২ রানে ৩ উইকেট হারানো ভারত চতুর্থ উইকেট হারিয়েছে আরও ৬০ রান পর। ভেতরের দিকে ঢোকা বলে ভুগেছেন কোহলি, হয়েছেন এলবিডব্লিউ। ১৬২ রানে ৪ উইকেট, ভারতকে আরও চেপে ধরা থেকে খুব বেশি দূরে দাঁড়িয়ে ছিল না ওয়েস্ট ইন্ডিজ।
তবে সেটা হতে দেননি রাহানে ও পান্ট। অবশ্য পান্টের সহজ ক্যাচ ছেড়েছেন বদলি উইকেটকিপার হ্যামিল্টন। দুজন মিলে এরপর চেপে ধরেছেন ওয়েস্ট ইন্ডিজকে। ঘরের মাটিতে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন রাহানে, গত মৌসুমে ঘরের মাঠে ভুগেই জায়গা হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে।
রাহানে ও পান্ট, ফিফটি পেরিয়েছেন দুজনই। সেঞ্চুরিও খুব বেশি দূরে নয়।