• ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    বাংলাদেশের স্পিনারদের নিয়েই ভয় হোল্ডারের

    বাংলাদেশের স্পিনারদের নিয়েই ভয় হোল্ডারের    

     

    পুরো সিরিজেই ভারতীয় স্পিনারদের কাছে নাকানিচুবানি খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যাদব-অশ্বিন-জাদেজাদের সামনে দাঁড়াতেই পারেননি তারা। সামনেই বাংলাদেশ সফর। ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডার বলছেন, বাংলাদেশের স্পিনারদের সামলাতে আরও বেশি হিমশিম খেতে হতে পারে তাদের।

    গত দুই বছরে বাংলাদেশ সফরে এসে স্পিনারদের কাছে নাকাল হয়েছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। হোল্ডার মনে করেন, ভারতের চেয়ে বাংলাদেশের পিচ আরও বেশি স্পিন সহায়ক হবে, ‘ভারত সফর শেষে আমরা বাংলাদেশে যাব। সেখানে আরও বেশি শক্তিশালী স্পিন আক্রমণ সামলাতে হবে। এই দুই টেস্টের পিচের চেয়ে বাংলাদেশের পিচ অনেক বেশি স্পিন সহায়ক হবে বলে আমাদের ধারণা। এখানে পিচ ভালোই ছিল। গত কয়েক বছরে ভারতে এরকমটা দেখা যায়নি। আমাদের খারাপ খেলার পেছনে তাই পিচকে দায়ী করব না।’

    ঠিক কী কারণে দল বাজেভাবে হেরেছে, বাংলাদেশ সফরের আগে সেটাই খুঁজে বের করতে চান হোল্ডার, ‘কীজন্য ব্যাটিং বিপর্যয় হচ্ছে, এটা খুঁজে বের করা দরকার। পরের সিরিজের আগেই নিজেদের গুছিয়ে নিতে হবে। এটার সমাধান না করলে এরকম হারের স্বাদ বারবারই পেতে হবে। নিজেদের খারাপ খেলার দায়ভার নিজেদের কাঁধে নিয়েই সমাধান খুঁজতে হবে।’