ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিষিদ্ধ ল'
হায়দরাবাদ টেস্টে কাইরন পাওয়েলের আউটটা মেনে নিতে পারেননি তিনি। বিতর্কিতভাবে তৃতীয় আম্পায়ার পাওয়েলকে প্যাভিলিয়নে ফেরত পাঠালে নিজের রাগটা তার ওপর ভালোভাবেই ঝেড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল’। এর শাস্তিও পেতে হচ্ছে তাকে। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিষিদ্ধ হচ্ছেন ল’।
অশ্বিনের বলে পাওয়েল ক্যাচ দিয়েছিলেন স্লিপে, সেটা ধরেন রাহানে। তবে মাঠে থাকা আম্পায়াররা নিশ্চিত ছিলেন না রাহাতে ধরার আগেই বল মাটিতে লেগেছিল কিনা। টিভি আম্পায়ার অনেক সময় নিয়ে দেখার পর আউটের সিদ্ধান্ত দেন। ল’ এটা কিছুতেই মানতে পারছিলে না। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের কক্ষে গিয়ে বেশ কিছু কথা শুনিয়ে এসেছিলেন তাদের। পরবর্তীতে অবশ্য এই ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি।
দুঃখ প্রকাশ করলেও আম্পায়ারের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য ল’কে চার ডিমেরিট পয়েন্ট পেতে হচ্ছে। গত বছরের মেতে একই ধরনের ঘটনার জন্য একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। মোট পাঁচ ডিমেরিট পয়েন্ট হওয়ায় দুই ওয়ানদের জন্য নিষিদ্ধ হচ্ছেন ল’। সাথে জরিমানা দিতে হবে হায়দরাবাদ টেস্টের পুরো ম্যাচ ফিও।
২১ ও ২৪ অক্টোবর হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে।