• ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    গেইলের অভাব তরুণদেরই পূরণ করতে হবে: হোল্ডার

    গেইলের অভাব তরুণদেরই পূরণ করতে হবে: হোল্ডার    

     

    অনেকদিন বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। ‘অভিমান’ দূরে রেখে ওয়ানডে দলে ফিরেছিলেন ক্রিস গেইল। কয়েক ম্যাচ খেলার পরেই অবশ্য গেইল জানিয়ে দিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপ শুরুর আগে ফিরছেন না তিনি। বিশ্বকাপের আগে গেইলের না খেলা নিয়ে স্বভাবতই কিছুটা চিন্তায় পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। হোল্ডার বলছেন, গেইলের অভাবটা পূরণ করতে হবে তরুণদেরই।

    জাতীয় দল নয়, গেইল এখন সময় দিতে চান ফ্র্যাঞ্চাইজি লিগেই। কিছুদিন আগে জানিয়েছেন, ভারত ও বাংলাদেশ সফরে আসবেন না তিনি। জাতীয় দলে ফিরতে পারেন বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজে।

    হোল্ডার মনে করেন, গেইলের অভাব পূরণ করাটাই দলের জন্য বড় চ্যালেঞ্জ, ‘গেইল তো এখন দলে নেই, পরের সিরিজেও থাকবে না। হয়ত বিশ্বকাপের আগে ফিবে সে। এই সময়টায় জয় পাওয়ার জন্য দলকে একটু বেশি পরিশ্রম করতে হবে। আমি চাই এক্ষেত্রে দলের তরুণরাই এগিয়ে আসুক। ভারত ও বাংলাদেশ সিরিজের জন্য জাদের দলে নেওয়া হয়েছে, তারাই দলকে পথে দেখাবে।’

    বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপের আগে দলকে গুছিয়ে নিতে চান হোল্ডার, ‘জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে। ভারত সফর, বাংলাদেশ সফর ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ; এসবের মাঝেই একটা দলকে গুছিয়ে নিয়ে আসতে হবে। কোন পজিশনে কারা খেলবে বিশ্বকাপে, সেটাও ঠিক করতে হবে। সেরা একাদশ সাজালেই কেবল ভালো ফলাফল সম্ভব।’

    আজ দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে বড় স্কোর করেও হারতে হয়েছিল ক্যারিবিয়দের।