• ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    শচীনকে টপকে কোহলির দ্রুততম ১০ হাজার

    শচীনকে টপকে কোহলির দ্রুততম ১০ হাজার    

    বিরাট কোহলি ঢুকলেন ক্রিকেটের আরেকটি রেকর্ড বইয়ে। শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে দ্রুততম সময়ে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। টেন্ডুলকারের লেগেছিল ২৫৯ ইনিংস, ভিশাখাপত্তমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলি খেলছেন মাত্র ২০৫তম ইনিংস। অ্যাশলি নার্সের বলে লং-অনে সিঙ্গেল নিয়ে এই রেকর্ড ছুঁয়েছেন কোহলি। 

     

     

    এর আগে দ্রুততম সময়ে ৮ হাজার ও ৯ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছিলেন কোহলি। দ্রুততম হাজার রানে কোহলির সঙ্গে এখন মূল লড়াই হাশিম আমলার, ২ থেকে ৭ হাজার পর্যন্ত রেকর্ডটি আমলার। ১৬৬ ইনিংসে আমলার রান এখন ৭৬৯৬। ৯ হাজার থেকে ১০ হাজারে যেতে কোহলির লেগেছে মাত্র ১১ ইনিংস, আমলার সামনে দারুণ এক চ্যালেঞ্জই এখন কোহলিকে ছোঁয়া! 

    ৫ম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান হলো কোহলির। এর আগে এই রেকর্ড আছে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি ও এমএস ধোনির। কমপক্ষে ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে এখন কোহলির গড়ই সবচেয়ে ভাল। এর আগে ৫০ বা এর ওপরে গড় ছিল শুধু ধোনির। ১০ হাজার রান ছোঁয়ার সময় কোহলির গড় ছিল ৫৯-এর ওপরে।