• ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    কোহলির রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজের 'টাই রোমাঞ্চ'

    কোহলির রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজের 'টাই রোমাঞ্চ'    

     

    স্কোর 

    ভারত ৫০ ওভারে ৩২১/৬ (কোহলি ১৫৭*, নার্স ২/৪৬)

    ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৩২১/৭ (হোপ ১২৩*, হেটমেয়ার ৯৪, যাদব ৩/৬৭)

    ম্যাচ টাই

    ২ বলে দরকার ৭ রান। উমেশ যাদবের বলে মিড উইকেটে বল বাড়িয়ে নিজের সবটুকু নিংড়ে দৌড়ালেন শাই হোপ, ২ রান পূর্ণ করে স্ট্রাইকে ফিরলেন। শেষ বল, ওয়েস্ট ইন্ডিজের জিততে লাগবে আরও ৫ রান। যাদবের বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে, সজোরে ব্যাট চালালেন হোপ, বল বিহাইন্ড দা পয়েন্ট দিয়ে চলে গেল বাউন্ডারি লাইনের ওপারে। ম্যাচ টাই! বিরাট কোহলিসহ স্টেডিয়ামের কেউই যেন বিশ্বাস করতে পারছিলেন না। অন্যদিকে হোপকে ঘিরে ক্যারিবিয়ানদের জয়ের সমান উল্লাস। বিশাখাপত্তনমে কোহলির ৩৭ তম সেঞ্চুরির দিনে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে হোপের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ম্যাচ টাই করেছে ওয়েস্ট ইন্ডিজ।

    ম্যাচের প্রথম ভাগ ছিল শুধুই কোহলিময়। গত ম্যাচে সেঞ্চুরির পর কাল আবারও তিন অংক ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক। ৪০ রানে দুই ওপেনারকে হারানোর পর আমবাতি রাইডুকে নিয়ে ১৩৯ রানের জুটি গড়েন কোহলি। রাইডু ৭৩ রানে ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন কোহলি। শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে দ্রুততম সময়ে ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন কাল।

    ১০ হাজার রান ছোঁয়ার পাশাপাশি করেছেন নিজের ৩৭ তম ওয়ানডে সেঞ্চুরি। শচীনকে ছুঁতে লাগবে আর মাত্র ১২টি সেঞ্চুরি! শেষ ১০ ওভারে ক্যারিবিয় বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান কোহলি, এই ৬০ বলে উঠেছে ১০০ রান। ১৩ রান ও ৪ ছয়ে সাজানো ইনিংসে ১২৯ বলে ১৫৭ রানে অপরাজিত থাকেন কোহলি।

     

     

    সিরিজে সমতা আনতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ৩২২। শুরু থেকেই রানের দ্রুত গতিতে রান তুলছিলেন ব্যাটসম্যানরা। উইকেটও অবশ্য পরছিল নিয়মিত বিরতিতেই, থিতু হতে পারছিলেন না কেউই। ৭৮ রানে পড়ল ৩ উইকেট। এরপরেই ক্রিজে নামলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শিমরন হেটমেয়ার। শাই হোপকে সাথে নিয়ে গড়া জুটিই ম্যাচে ফেরালো দলকে।

    দুজনের ১৪৩ রানের জুটি জয়ের আশা দেখাচ্ছিল ক্যারিবিয়ানদের। গত ম্যাচের মতো এবারও আক্রমণাত্মক ছিলেন হেটমেয়ার। মাত্র ৬৪ বলেই করেন ৯৪ রান, মেরেছেন ৭টি ছয়। সেঞ্চুরি থেকে ছয় রান দূরে থাকতে চাহালের বলে ফিরতে হয় তাকে। হেটমেয়ার সেঞ্চুরি না পেলেও সেঞ্চুরি পেয়েছেন হোপ। ১০ চার ও ৩ ছয়ে করেছেন ১২৩ রান। টাই হওয়া ম্যাচে রান তাড়া করতে নামা ব্যাটসম্যানদের মাঝে এটাই সর্বোচ্চ। জেসন হোল্ডারকে নিয়ে জয়ের দিকেই এগুচ্ছিলেন। ৩০০ রানের মাথায় হোল্ডারের রান আউটে আবারও পিছিয়ে পড়ে তারা।

    শেষ ওভারে দরকার ছিল ১৪। চাপ সামলে হোপের দারুণ ব্যাটিংয়ে হার এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এটা ওয়েস্ট ইন্ডিজের ১০ম ওয়ানডে টাই, যা অন্য সবার চেয়ে বেশি। ভারতের এটি ৯ম টাই। ম্যাচ টাই হওয়ায় সিরিজে এখনও ১-০ তে এগিয়ে আছে ভারত। ২৭ অক্টোবর পুনেতে হবে তৃতীয় ওয়ানডে।