অস্ট্রেলিয়ার বিপক্ষেও নেই পান্ডিয়া
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। হার্দিক পান্ডিয়া এশিয়া কাপে আর খেলেননি, খেলেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও। এবার সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দলেও জায়গা হয়নি তার। পান্ডিয়াকে ছাড়াই ১৮ জনের টেস্ট দল ঘোষণা করেছে ভারত।
পাকিস্তানের বিপক্ষে পিঠে ব্যথা পাওয়ার অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন না, এটা অনেকটা নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও সেটাই। পান্ডিয়া ও ভারত আশা করেছিল অস্ট্রেলিয়ার সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজে তাকে পাবে দল। তবে ডাক্তাররা জানিয়েছেন, টেস্ট সিরিজ চলার সময়ও পুরোপুরি সুস্থ হবেন না তিনি।
ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলছেন, বিশ্বকাপকে সামনে রেখে পান্ডিয়াকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না তারা, ‘নভেম্বরের মাঝামাঝি সময়ে আগে তার প্রাথমিকভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। তার মতো অলরাউন্ডারকে দল মিস করবে, বর্তমান দলে তার মতো কেউই নেই। কিন্তু সামনেই বিশ্বকাপ, সেটার কথাও আমাদের ভাবতে হবে। এজন্যই তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি।’ টেস্ট দলে না থাকলেও আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের এ দলের স্কোয়াডে রাখা হয়েছে তাকে।
পান্ডিয়া না থাকলেও টেস্ট স্কোয়াডে ফিরেছেন মুরালি বিজয়, রোহিত শর্মা ও পার্থিব প্যাটেল। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট।