• বাংলাদেশ ক্রিকেট লিগ ২০১৮
  • " />

     

    ইমার্জিং কাপের দলে নুরুল-মোসাদ্দেকের সঙ্গে মোহর-ইয়াসির

    ইমার্জিং কাপের দলে নুরুল-মোসাদ্দেকের সঙ্গে মোহর-ইয়াসির    

    এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এসিসির ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের একটি দল। আজ ঘোষিত এই দলে আছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। নুরুল হাসান সোহানকে করা হয়েছে অধিনায়ক, যাচ্ছেন শফিউল ইসলামের মতো অভিজ্ঞ পেসারও। 

    জাতীয় দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন ও নাজমুল হোসেন শান্ত আছেন এই দলে, আছেন সম্প্রতি টেস্ট অভিষেক হওয়া পেসার খালেদ আহমেদ ও অফস্পিনার নাঈম হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা পেসার মোহর শেখ, বিসিএলের এই রাউন্ডেই সেঞ্চুরি করা ইয়াসির আলিও ডাক পেয়েছেন ইমার্জিং কাপের এই দলে। 

    ডিসেম্বরের ৬-১৫ তারিখ পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এ টুর্নামেন্ট। গ্রুপ বি-তে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচই পাকিস্তানের করাচিতে। টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ও ফাইনাল অবশ্য হবে কলম্বোতে।  

    স্কোয়াড
    নুরুল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক, খালেদ আহমেদ, মোহর শেখ