• বাংলাদেশ ক্রিকেট লিগ ২০১৮
  • " />

     

    অন্ধকার ও নাইটওয়াচম্যান সানজামুলে আটকে গেলেন রনিরা

    অন্ধকার ও নাইটওয়াচম্যান সানজামুলে আটকে গেলেন রনিরা    

    দ্বিতীয় রাউন্ড, বগুড়া 
    সেন্ট্রাল জোন ১ম ইনিংস ২২০ ও ২য় ইনিংস ৩১৮ (মোসাদ্দেক ১০৪, মোশাররফ ৫৪, মোহর ৫/৬৯)
    নর্থ জোন ১ম ইনিংস ২৫৫ ও ২য় ইনিংস .২৫৫/৯ (সানজামুল ৯২, রনি ৬/৮৬)
    ম্যাচ ড্র 


    ব্যাটিংয়ে একেবারেই আনকোরা তিনি, সেটা নয়। বরং সানজামুল ইসলামকে অভিজ্ঞই বলা যায়। প্রথম শ্রেণিতে ৭টি ফিফটি আছে, আছে ১৭২ রানের ইনিংসও। তবে তৃতীয় দিন চতুর্থ ইনিংসে নর্থ জোনের নাইটওয়াচম্যান হয়ে নেমেছিলেন তিনি। এরপর করলেন ৯২ রান, শেষবেলায় কমে এলো আলো। দুইয়ে মিলে জয়বঞ্চিত হলো সেন্ট্রাল জোন। 

    তিন দিন ধরে প্রায় সমতায় থাকা ম্যাচে তৃতীয় দিন ৭ রানেই ১ উইকেট হারিয়ে চাপে পড়েছিল নর্থ জোন। এদিন শুরুতে ফিরলেন জুনাইদ সিদ্দিক, আবু হায়দার রনির বলে ক্যাচ দিয়ে। চাপ আরও বাড়লো নর্থ জোনের। ফরহাদ হোসেন ও সানজামুল ইসলামের জুটি এরপর যোগ করলো ৯৮ রান, যেখান পুরো বিপরীতমুখী ইনিংস খেললেন দুজন। রবিউল হকের বলে ক্যাচ দেওয়ার আগে ফরহাদ করেছেন ৪৫ বলে ৪৭। সে ওভারে রবিউল শুন্যতে ফিরিয়েছেন নাঈম ইসলামকেও। 

    তবে সানজামুল ছিলেন অনঢ়, এবার সঙ্গী হিসেবে পেলেন জহুরুল ইসলামকে। এই দুজনের জুটি ৯৬ রানের, পরপর দুই ওভারে দুই সাফল্য পেলো সেন্ট্রাল জোন। ২২৭ বল খেলে, ৩০১ মিনিট খেলে, ১০ চারে ৯২ রান করা সানজামুল ফিরতি ক্যাচ দিয়েছেন রবিউলকে, পরের ওভারে আবু হায়দারের বলে ক্যাচ দিয়েছেন ৫২ রান করা জহুরুল। 

    জয় থেকে তখনও ৭৭ রান দূরে নর্থ জোন, বাকি মাত্র ৪ উইকেট। টানা আট ওভার বোলিং করে গেছেন আবু হায়দার, নিয়েছেন ৩ উইকেট। ২৩১ রানের মাথায় ১৭ রান করে ধীমান ঘোষ, ২৪১ রানের মাথায় ৭ রানে জিয়াউর রহমান ও ২৫০ রানের মাথায় শুন্যতে মোহর শেখ ক্যাচ দিয়েছেন তার বলে। 

    একপ্রান্তে ছিলেন সাব্বির রহমান, নর্থের আক্ষরিক অর্থেই শেষ আশা হয়ে। ৭৮তম ওভারে আবু হায়দারের দুই ও ৮১তম ওভারে শহিদুল ইসলামের তিন বল ঠেকিয়ে দিলেন শেষ পর্যন্ত ম্যাচসেরা হওয়া এবাদত হোসেন, আলোকস্বল্পতায় এরপরই বন্ধ হয়ে গেল খেলা। ৮৬ রানে ৬ উইকেট নিয়েও তাই ম্যাচ জেতা হলো না রনির। 

    এ ম্যাচে সেন্ট্রাল জোন পেয়েছে ৩.৫ পয়েন্ট, পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল তারা। ৩.৬ পয়েন্ট প্রাপ্তি নর্থ জোনের এ ম্যাচ দিয়ে, তাদের অবস্থান দুইয়ে।