• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফাউলের জন্য ক্ষমা চাইলেন মুলার

    ফাউলের জন্য ক্ষমা চাইলেন মুলার    

    আমস্টারডামে আয়াক্স-বায়ার্ন মিউনিখ ম্যাচে নিকোলাস টালিয়াফিকোকে ভয়াবহ এক ফাউল করেছিলেন থমাস মুলার। ম্যাচের ৭৫ মিনিটে বল দখলের লড়াইয়ে আর্জেন্টাইন ডিফেন্ডারের মাথায় লাথি মেরে বসেছিলেন বায়ার্ন ফরোয়ার্ড। পরে হাই বুটের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুলার। 

    টালিয়াফিকো মাথায় আঘাত পেয়েছিলেন, বুটের আঘাতে খানিকটা কেটেও গিয়েছিল, তবে পরিণতি আরও ভয়াবহ হয়নি। বেঁচে গেছেন বড়সড় বিপদের হাত থেকে। পরে পুরো ম্যাচই খেলেছেন টালিয়াফিকো, ইনজুরি সময়ে করেছেন সমতাসূচক গোলও।

    ওই ফাউলের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে মুলার নিজেই ক্ষমা চেয়েছেন টালিয়াফিকোর কাছে। লিখেছেন, আমি নিকো টালিয়াফিকোর কাছে ক্ষমা চাইছি আগের দিনের ঘটনার জন্য। আমার কোনো উদ্দেশ্যই ছিল না ফাউল করার। আশা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তুমি।