• নিউজিল্যান্ড-শ্রীলংকা সিরিজ
  • " />

     

    টেলর-নিকোলসে হোয়াইটওয়াশ শ্রীলংকা

    টেলর-নিকোলসে হোয়াইটওয়াশ শ্রীলংকা    

    স্কোর

    নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩৬৪/৪ (টেলর ১৩৭, নিকোলস ১২৪*; মালিঙ্গা ৩/৯৩, সানদাকান ১/৫৪)

    শ্রীলংকা ৪১.৪ ওভারে ২৪৯ ( পেরেরা ৮০, ডিকভেলা ৪৬,  গুনাথিলাকা ৩১; ফার্গুসন ৪/৪০, সোধি ৩/৪০)

    নিউজিল্যান্ড ১১৫ রানে জয়ী 

     

    আগের ম্যাচে তাঁর অবিশ্বাস্য এক ইনিংসের পড়েও জয় পায়নি শ্রীলংকা। আজও নিউজিল্যান্ডের দেওয়ার বড় লক্ষ্য তাড়া করতে নেমে থিসারা পেরেরাই জয়ের আশাটা বাঁচিয়ে রেখেছিলেন। সেদিন সেঞ্চুরি করলেও আজ এতদূর যেতে পারেননি, হেরেছে লংকানরাও। রস টেলর ও হেনরি নিকোলসের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ১১৫ রানে হারিয়ে তাদের হোয়াইটওয়াশ করল কিউইরা।

    প্রথম দুই ম্যাচের মতো এবারও শ্রীলংকার সামনে বড় লক্ষ্য দাঁড় করায় নিউজিল্যান্ড। নিরোশান ডিকভেলা ও দনঞ্জয়া ডি সিলভার ওপেনিং জুটি বেশ ভালো শুরুই এনে দিয়েছিল দলকে। মাত্র ৮ ওভারেই ওঠে ৬৬ রান। ২৯ বলে ৩৬ রান করা ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন টিম সাউদি। কুশল পেরেরাকে সাথে নিয়ে আরেকটি জুটি গড়ার চেষ্টায় ছিলেন ডিকভেলা। ৪৬ রান করে ডিকভেলা ফিরলে ভাঙ্গে সেই জুটিও। এরপর ৩৬ রানের মাঝেই শ্রীলংকা হারায় আরও তিন উইকেট।

    ১৪৩ রানে পাঁচ উইকেট হারান শ্রীলংকার হাল ধরেন সেই পেরেরাই। দানুস্কা গুনাথিলাকাকে নিয়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ১০১ রান। এই জুটিই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল শ্রীলংকাকে। আগের ম্যাচের মতো আজও দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন পেরেরা। ৭ চার ও তিন ছয়ে ৬৩ বলে পেরেরা করেন ৮০ রান। পেরেরাকে যেন কিছুতেই আউট করতে পারছিলেন না কিউই বোলাররা। অবশেষে পয়েন্টে দাঁড়ান গাপটিল সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য এক ক্যাচে ফিরিয়েছেন পেরেরাকে। ফার্গুসনের বলে পেরেরা ফেরার পর বেশিক্ষণ স্থায়ী হয়নি শ্রীলংকার ইনিংস। আট ওভার বাকি থাকতে ২৪৯ রানেই থামে লংকানদের ইনিংস।

    দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের দুই ওপেনারকেই অল্প রানে ফেরান লাসিথ মালিঙ্গা। মার্টিন গাপটিল করেন ২ রান, কলিন মানরো ফিরেছেন ২১ রান করে। তৃতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসন ও টেলরের দারুণ এক জুটি বড় স্কোরের ভিত গড়ে দেয় দলকে। দুজন যোগ করেন ১১৬ রান। হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরপর ফেরেন উইলিয়ামসন। লাকশান সানদাকানের বলে ৫৫ রান করে ডিপ মিড উইকেটে দনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

    উইলিয়ামসন ফিরলে জুটি বাধেন টেলর ও নিকোলস। এই দুজনই মূলত স্কোরটা লংকানদের নাগালের অনেকটাই বাইরে নিয়ে গেছেন। আজ ক্যারিয়ারের ২০ তম সেঞ্চুরি পেয়েছেন টেলর। ৯ চার ও চার ছয়ে ১৩১ বলে করেছেন ১৩৭ রান। প্রথম দিকে একটু ধীরগতিতে রান তুললেও পড়ে সেটা পুষিয়ে নিয়েছেন। সেঞ্চুরির পর আরও হাত খুলে খেলেছেন টেলর। মালিঙ্গার বলে ডিপ স্কয়ার লেগে ডি সিলভার হাতে যখন ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরছেন, দলের স্কোর ৩০০ পেরিয়েছে। এই সিরিজে টেলরের রান ২৮১।

    ১৫৪ রানের জুটিতে টেলর-নিকলস দুজনেই ছিলেন মারমুখী মুডে, তবে নিকোলস ছিলেন একটু বেশি। ১২ চার ও তিন ছয়ে ৮০ বলে করেছেন ১২৪ রান। তাঁর ঝড়েই শেষ চার ওভারে উঠেছে ৬৪ রান! ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন নিকোলস। টেলর-নিকোলসের জুটির কল্যাণেই সহজ জয় দিয়ে সিরিজ শেষ করল কিউইরা।