• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    ব্রডের সঙ্গে অ্যান্ডারসনের ১০০০

    ব্রডের সঙ্গে অ্যান্ডারসনের ১০০০    

    স্টুয়ার্ট ব্রডের সামনে কী? শ্রীলঙ্কা সিরিজে শেষ টেস্টে জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দিয়ে খেলানো হয়েছিল ব্রডকে, তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে বার্বাডোজে জায়গা হয়নি তার। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সর্বশেষ একত্রে খেলেছিলেন দুজন। 

     

     

    অ্যান্ডারসনের সঙ্গে স্যাম কারান ও বেন স্টোকসকে খেলাচ্ছে ইংল্যান্ড, সঙ্গে খেলছেন দুই স্পিনার মইন আলি ও আদিল রশিদ। তবে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের ক্যারিয়ারটা এখনই শেষ নয় অবশ্যই, সামনে দেশের মাটিতে গ্রীষ্মে তার প্রয়োজনীয়তা ইংল্যান্ডের আছে এখনও। ব্রডের ভবিষ্যত যাই হোক, দীর্ঘদিনের নতুন বলের সঙ্গীর সঙ্গে একটা মাইলফলক হয়ে গেল অ্যান্ডারসনের। ব্রডের সঙ্গে মিলিতভাবে এখন তার উইকেট ১০০০, দুজনের উইকেট যথাক্রমে ৫৬৯ ও ৪৩৩টি। 


    বার্বাডোজ টেস্ট, প্রথম দিনশেষে 
    ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস* ২৬৪/৮ (হোপ ৫৭, হেটমায়ার ৫৬*, চেজ ৫৪, অ্যান্ডারসন ৪/৩৩, স্টোকস ৩/৪৭) 



    বার্বাডোজ টেস্টের প্রথম দিন দারুণ ব্যাটিং কন্ডিশনেও ঝলক দেখিয়েছেন অ্যান্ডারসন। ১৭৪ রানে ৩ উইকেট নিয়ে দারুণ অবস্থানে থাকা উইন্ডিজ দিন শেষ করেছেন ৮ উইকেটে ২৬৪ রানে। ক্রেইগ ব্রাথওয়েটের ৪০, জন ক্যাম্পবেলের ৪৪-এর পর শেই হোপের ৫৭ ও রসটন চেজের ৫৪ রানের ইনিংসগুলো শুধু আক্ষেপ বাড়িয়েছে উইন্ডিজের। দারুণ শুরু করেও দিনটা নিজেদের করে নিতে পারেননি কেউ। অবশ্য ৬০ বলে ৫৬ রানে অপরাজিত আছেন শিমরন হেটমায়ার, তিনি ছিলেন দারুণ আক্রমণাত্মক। তবে দ্বিতীয় দিন তাকে সঙ্গ দেওয়ার জন্য বাকি আছেন শুধু অ্যালজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল। 

    এদিন ২৪ ওভার বোলিং করে ১২ মেইডেন দিয়ে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এর মাঝে ২য় উইকেট দিয়ে ‘ব্র্যান্ডারসন’-জুটির ১০০০ উইকেট পূরণ হয়ে গেছে। একসঙ্গে খেলে অ্যান্ডারসন ও ব্রড উইকেট নিয়েছেন ৮৫১টি, তাদের চেয়ে বেশি সফল বোলিং জুটি আছে আর মাত্র দুইটি- গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন (১০০১) এবং মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাস (৮৯৫)। কার্টলি আম্রবোস ও কোর্টনি ওয়ালশের (৭৬২) রেকর্ডকে অ্যান্ডারসন-ব্রড ছাড়িয়ে গেছেন আরও আগেই। 

    এরপর ব্রড যে টেস্টেই সুযোগ পাবেন, অ্যান্ডারসনের সঙ্গে হবেন একটা ইতিহাসের অংশ। একই টেস্টে সমন্বিতভাবে ১০০০ উইকেটের ট্যালি নিয়ে এর আগে খেলতে নেমেছিল শুধু দুইটি জুটি। ওয়ার্ন ও ম্যাকগ্রা বিদায় বলেছিলেন একই টেস্টে, সে টেস্ট শেষে দুজনের মিলিত উইকেট ছিল ১২৭১টি। মুরালি-ভাসের শেষ একসঙ্গে খেলার সময় তাদের উইকেট ছিল ১১২৪টি।