• ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    মায়ের মৃত্যুশোক ছাপিয়ে মাঠে আলজারি জোসেফ

    মায়ের মৃত্যুশোক ছাপিয়ে মাঠে আলজারি জোসেফ    

    কেমার রোচের উইকেটের পর নামলেন। জেমস অ্যান্ডারসনের প্রথম বলটা খেললেন কাভারে। এ বলটা যেন আর দশটা বলের মতো নয় আলজারি জোসেফের কাছে। এ বল খেলাটা যে তার দারুণ মানসিক দৃঢ়তার পরিচয়! অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শুরুর আগেই খবর পেয়েছেন, মারা গেছেন তার মা। তবুও এ টেস্টে খেলা চালিয়ে যাচ্ছেন ২২ বছর বয়সী জোসেফ। 

     

     

    জোসেফের মা শ্যারন অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। গত বছর তার পাশে থাকবেন বলে একটা সফর থেকে ফিরেও এসেছিলেন জোসেফ। 

    “অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের তরুণ ফাস্ট বোলার আলজারি জোসেফের মা শ্যারন জোসেফ মারা গেছেন”, এর আগে নিশ্চিত করেছিলেন উইন্ডিজ টিম ম্যানেজার রল লুইস। 

    “আমরা জানি এটি আলজারি ও তার পরিবারের জন্য অনেক কঠিন একটা সময়। তবে আমরা আশা করি, এই শোক আমরা সবাই ভাগ করে নেব বলে সেটা কমবে। আমরা- তার সতীর্থ ও সাপোর্ট স্টাফ- তার প্রতি সমবেদনা জানাচ্ছি।” 

    জোসেফ নামার সময় গোটা মাঠই মৃদু তালিতে স্বাগত জানিয়েছে তাকে। জোসেফের মায়ের স্মরণে আজ কালো আর্মব্যান্ড পরে নেমেছে দুই দলই।