শেষ টেস্টে নিষিদ্ধ হোল্ডার
১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। অ্যান্টিগা টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করার আনন্দের মাঝেই একটা দুঃসংবাদ পেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। স্লো ওভার রেটের কারণে সেন্ট লুসিয়াতে সিরিজের শেষ টেস্টে নিষিদ্ধ হয়েছেন হোল্ডার।
বারবাডোসে সিরিজের প্রথম টেস্টে ২০২ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেই ক্যারিবিয়ানদের ৩৮১ রানের বড় জয়ের ভিত গড়ে দিয়েছিলেন হোল্ডার। অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে দলের ১০ উইকেটের জয়ের পথটা মসৃণ করেছেন তিনিই। ২০০৯ সালের পর হোল্ডারের নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ক্যারিবিয়ানরা।
তবে এই আনন্দের মাঝেই ম্যাচ শেষে জানা গেলো, অ্যান্টিগাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক ধীরলয়ে বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। এর দায়টা নিতে হলো অধিনায়ক হোল্ডারকেই। শাস্তি হিসেবে পরের টেস্টে খেলতে পারবেন না তিনি।
এর আগেও স্লো ওভার রেটের জন্য টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন হোল্ডার। ২০১৭ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একই কারণে খেলতে পারেননি তিনি। সেন্ট লুসিয়াতে হোল্ডারের পরিবর্তে দলের অধিনায়ক থাকবেন ক্রেইগ ব্রাথওয়েট। এর আগে চারবার দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।