• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    নেইমারের পর ছিটকে গেলেন কাভানিও?

    নেইমারের পর ছিটকে গেলেন কাভানিও?    

    ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না নেইমার, এটা নিশ্চিত হয়েছে গত সপ্তাহেই। পিএসজির জন্য এলো আরেকটি দুঃসংবাদ। গতকাল বোর্দোর বিপক্ষে ফ্রেঞ্চ লিগের ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন এডিসন কাভানি। কোচ টমাস টুখেলের শঙ্কা, চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের বিপক্ষে নাও খেলতে পারেন কাভানি।

    সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি পায় পিএসজি, সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়েও দেন কাভানি। তবে এই পেনাল্টি নেওয়াটাই কাল হয়েছে তাঁর। শট নিতে গিয়ে বাঁ পায়ে গোড়ালিতে টান লাগে কাভানির, সাথে সাথেই তাকে তুলে নেন কোচ। খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছেড়েছেন কাভানি।

    টুখেল জানিয়েছেন, এই ইনজুরিতে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন কাভানি, ‘আমার কাছে ভালো খবর নেই। আমাদের অপেক্ষা করতে হবে। ডাক্তার এখনো আমাদের কিছু জানায়নি। ইউনাইটেডের ম্যাচে সে খেলতে পারবে কিনা, সেই ব্যাপারে কিছুই বলতে পারছি না।’

    নেইমার তো আগেই ছিটকে গেছেন। কাভানিও যদি ইউনাইটেডের বিপক্ষে না খেলেন, সেটা পিএসজির জন্য বড় ধাক্কা বলেই মানছেন টুখেল, ‘পেনাল্টি নেওয়ার পর সে যেভাবে মাঠ ছেড়েছে, এটা মোটেও ভালো লক্ষণ না। ভাগ্যটা আমাদের সহায় হচ্ছে না। প্রথমে নেইমার ইনজুরিতে পড়ল, এখন কাভানিও। দুজনই যদি ইউনাইটেডের ম্যাচে না থাকে, এটা খুবই হতাশার ব্যাপার।’

    আগামী পরশু দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড।