• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ইউনাইটেডের বিপক্ষে থাকছেন না মুনিয়েরও

    ইউনাইটেডের বিপক্ষে থাকছেন না মুনিয়েরও    

    ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন নেইমার। ইনজুরিতে পড়েছেন স্ট্রাইকার এডিনসন কাভানিও। কিন্তু পিএসজির ইনজুরি জুজু যেন কাটছেই না। গতকাল বোর্দোর বিপক্ষে কাভানির মত ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন রাইটব্যাক থমাস মুনিয়ের। আপাদৃষ্টিতে তেমন গুরুতর না হলেও পিএসজির চিকিৎসকরা রীতিমত দুঃসংবাদই শুনিয়েছেন কোচ থমাস তুকেলকে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই বুধবার চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে থাকছেন না মুনিয়েরও।

     

     

    বোর্দোর বিপক্ষে পিএসজির জয়সূচক গোল করেছিলেন কাভানিই। কিন্তু গোলের পরই উরুর মাংসপেশিতে টান খেয়ে মাঠ ছাড়েন কাভানি। ম্যাচের শেষদিকে বোর্দোর এক ফুটবলারের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুনিয়েরও। মেডিকেল দলের সেবা-শুশ্রূষা পর মাঠেও ফিরেছিলেন, কিন্তু মিনিট পাঁচেক পর নিজেই বদলি হওয়ার আবেদন জানান। বেলজিয়ান ফুলব্যাকের পরিবর্তে মাঠে নামেন তরুণ ফ্রান্সিস্কো কামাচো। পিএসজির ইনজুরি তালিকা যেন বেড়েই চলেছে। নেইমার, কাভানি, মুনিয়েরের মত মাঠের বাইরে আছেন মার্কো ভেরাত্তিও। তবে ইউনাইটেডের বিপক্ষে ফেরার সম্ভাবনা আছে ভেরাত্তির। ইনজুরি করাঘাতে এতটাই জর্জরিত পিএসজি, বোর্দোর বিপক্ষে মাঝমাঠে খেলতে হয়েছে ডিফেন্ডার দানি আলভেজকে। ইউনাইটেডের বিপক্ষে হয়ত রক্ষণের ডানপ্রান্তে মুনিয়েরের বদলে নামবেন তিনিই।