• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পাসপোর্টের জন্য দেরিতে ছাড়ল ডর্টমুন্ডের বিমান!

    পাসপোর্টের জন্য দেরিতে ছাড়ল ডর্টমুন্ডের বিমান!    

    দলের সবাই বিমানে ওঠার জন্য তৈরি। তবুও বরুশিয়া ডর্টমুন্ডের লন্ডনগামী বিমান সময়মতো ছাড়ল না। কিন্তু কেন? সবাই পাসপোর্ট আনলেও জ্যাডন সানচো যে আনেননি! সানচো পাসপোর্ট বাড়িতে ফেলে আসায় দেরি করেই ছেড়েছে ডর্টমুন্ডের বিমান। 

     

     

    চ্যাম্পিয়নস লিগের টটেনহামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার জন্য লন্ডনে যাচ্ছিল ডর্টমুন্ড। বিমানে ওঠার আগে অন্যরা যখন নিজেদের পাসপোর্ট বের করছেন, ১৮ বছর বয়সী সানচোর তখন মাথায় হাত। কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁর পাসপোর্ট। অনেক খোঁজাখুঁজির পর তাঁর মনে পড়ল, পাসপোর্ট তো তিনি বাসায় ফেলে এসেছেন! তাকে ছাড়া তো বিমান ছাড়বেও না, অগত্যা আবার বাড়ির দিকে রওনা হলেন সানচো।

    তাড়াতাড়ি বাড়ি গিয়ে পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে ফিরলেন সানচো। ততক্ষণে অবশ্য প্লেন ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে গেছে। বেশ খানিকটা দেরিতেই তাই ছেড়েছে ডর্টমুন্ডের বিমান। সানচো নিশ্চয়ই এরপর বাসা থেকে বের হওয়ার আগে পাসপোর্টটা ভালোভাবে ব্যাগে রাখবেন!

    আজ রাতে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে টটেনহামের মুখোমুখি হবে ডর্টমুন্ড।