• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    'সমকামী' বিতর্কে শাস্তির মুখোমুখি গ্যাব্রিয়েল

    'সমকামী' বিতর্কে শাস্তির মুখোমুখি গ্যাব্রিয়েল    

    ঘটনাটা সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের। ক্রিজে থাকা দুই ইংলিশ ব্যাটসম্যান জো রুট ও জো ডেনলির সাথে কিছুটা একটা নিয়ে কথা কাটাকাটি হলো শ্যানন গ্যাব্রিয়েলের। সেই তর্কের শেষভাগে এসে স্টাম্প মাইকে ধরা পড়ল রুটের কিছু কথা। তাতেই ধারণা করা হয়েছিল, রুটকে আপত্তিকর কিছু বলেছিলেন গ্যাব্রিয়েল। এই ঘটনায় এবার শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন গ্যাব্রিয়েল।

     

     

    রুট-ডেনলির সাথে গ্যাব্রিয়েলের তর্কের এক পর্যায়ে রুট বলেন, ‘এটাকে অপমানসূচক শব্দ হিসেবে ব্যবহার করবে না। সমকামী হওয়া তো দোষের কিছু নয়!’ দুই পক্ষের অন্য কথাগুলো অবশ্য স্টাম্প মাইকে ধরা পড়েনি। তবে রুটের কথায় ধারণা করা যাচ্ছে, গ্যাব্রিয়েল হয়ত তাকে সমকামীই বলেছিলেন।

    তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর রুট বলেছিলেন, গ্যাব্রিয়েলের যা বলেছেন সেটা তাঁর একদমই বলা উচিত হয়নি। ম্যাচ শেষে আইসিসি এক টুইটে নিশ্চিত করেছে, আইসিসির নিয়মের ২.১৩ ধারা ভঙ্গ করায় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন গ্যাব্রিয়েল, ‘দুই আম্পায়ার ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছিলেন। এটা এখন রেফারি জেফ ক্রো তদন্ত করে দেখবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা নিয়ে বিস্তারিত কিছু বলা হবে না।’

    এদিকে গতকাল ম্যাচ জয়ের পর রুট জানিয়েছেন, এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি ঠিক কাজই করেছেন, ‘ব্যাপারটা এখন আইসিসির আয়ত্তে, তাই আমি বেশিকিছু বলব না। পুরো সিরিজেই দুই দলের ক্রিকেটাররা দারুণ লড়াই করেছে। একটা মাত্র ঘটনার জন্য পুরো সিরিজে দাগ লাগুক, এটা আমি চাই না। তবে একজন ক্রিকেটার হিসেবে মাঠে আমার যে প্রতিবাদ করার দরকার ছিল, সেটাই করেছি।’

    ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত কোচ রিচার্ড পাইবাস বলছেন, গ্যাব্রিয়েলের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবেন তারাও, ‘এখনো আমাদের এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। যদি সে ওরকম কিছু বলে থাকে, আমরা সেটা তদন্ত করে দেখবো।’

    কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বর্ণবাদী মন্তব্য করে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। গ্যাব্রিয়েলও সেরকম কোনো শাস্তি পান কিনা, সেটা জানা যাবে কয়েকদিনের মাঝেই।