• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পিএসজির ভয় পেলে চলবে না: এমবাপ্পে

    পিএসজির ভয় পেলে চলবে না: এমবাপ্পে    

    ফ্রেঞ্চ লিগে টানা পাঁচবার শিরোপা জিতেছে তাঁরা। লিগে অপ্রতিরোধ্য হলেও চ্যাম্পিয়নস লিগ এলেই যেন খেই হারিয়ে ফেলে পিএসজি। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে নেইমার-কাভানির ইনজুরিতে বেশ দুশ্চিন্তায় ছিল ফরাসি ক্লাবটি। শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলেই জিতেছে তাঁরা। কাল গোল পাওয়া কিলিয়ান এমবাপ্পে বলছেন, পিএসজির এখন ভয় পেলে চলবে না।

    নতুন কোচ ওলে গানার সোলশায়ারের ছোঁয়ায় বদলে যাওয়া ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে আগে ইনজুরিতে পড়েছিলেন নেইমার ও কাভানি। দলের মূল দুই অস্ত্রকে ছাড়া কেমন খেলবে পিএসজি, সে নিয়ে দল ও সমর্থকদের ভেতর ছিল সংশয়। সব সংশয় দূর করেই অবশ্য ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে পিএসজি।

     

     

    চ্যাম্পিয়নস লিগ জিততে হলে পিএসজিকে নির্ভীক হতে হবে, মানছেন এমবাপ্পে, ‘আমাদের আসলে ভয় পাওয়াটা কমাতে হবে। নেইমার ও কাভানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। তাদের অনুপস্থিতি আমাদের বেশ চাপে রেখেছিল। কিন্তু ফুটবলটা মাঠেই খেলা হয়, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। ইউরোপ সেরা হতে হলে আমাদের নির্ভীক হতেই হবে।’

    ঘরের মাঠে ২-০ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে ওঠার ইতিহাস নেই কোনো দলেরই। তবুও দ্বিতীয় লেগের আগেই কোয়ার্টার ফাইনালের নিশ্চয়তা দিচ্ছেন না এমবাপ্পে, ‘এখনো অর্ধেক পথ বাকি। তিন সপ্তাহ পর যে ম্যাচ হবে সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নেইমার-কাভানি না থাকায় আমাদের ফর্মেশনে কিছুটা পরিবর্তন এসেছিল। পরের লেগেও এরকম কিছু হবে। আমরা নিজেদের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী।’

    মার্চের ৭ তারিখে পিএসজির মাঠে মুখোমুখি হবে দুই দল।