• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    শীর্ষ পাঁচে ফিরলেন রুট

    শীর্ষ পাঁচে ফিরলেন রুট    

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম পাঁচ ইনিংসে তাঁর রান ৫৫। পুরো সিরিজেই খুঁজে পাওয়া যায়নি চিরচেনা সেই জো রুটকে। র‍্যাংকিংয়েও পড়েছিল এর প্রভাব, টেস্টের শীর্ষ পাঁচ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। সেন্ট লুসিয়াতে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচিয়েছেন রুট, ফিরেছেন টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচেও।

    তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রুট খেলেছেন ১২২ রানের ঝকঝকে এক ইনিংস। তাঁর সেঞ্চুরিতেই ক্যারিবিয়ানদের বড় টার্গেট দেয় ইংলিশরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৩২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

     

     

    এই সেঞ্চুরির কল্যাণে দুইধাপ এগিয়ে টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের পাঁচে উঠে এসেছেন রুট, তাঁর রেটিং পয়েন্ট ৭৬৩। একই রেটিং পয়েন্ট নিয়ে তাঁর সাথে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন ভারতের বিরাট কোহলি। সেরা দশে নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান।

    এদিকে রুটের উন্নতি হলেও টেস্টের দলীয় র‍্যাংকিংয়ে নিচে নেমে গেছে ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজে হারের কারণে দুই ধাপ পিছিয়ে এখন তারা আছে পঞ্চম স্থানে, তাদের রেটিং পয়েন্ট ১০৪। ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ৬৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে।