• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    স্টাম্প মাইককে ভয় পান ক্রিকেটাররা!

    স্টাম্প মাইককে ভয় পান ক্রিকেটাররা!    

    টিভি ক্যামেরা ধরতে পারল না, শুনলেন না আম্পায়ারও। ক্যামেরা কিংবা আম্পায়ার না ধরতে পারলেও ক্রিজে ক্রিকেটারদের সামান্যতম কথা ধরে ফেলে স্টাম্প মাইক। আর এই স্টাম্প মাইকে ধরা পড়া কথা নিয়েই শাস্তির মুখোমুখি হতে হয় অনেককে। আন্তর্জাতিক ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের(ফিকা) চেয়ারম্যান টনি আইরিশ বলছেন, ক্রিকেটাররা এখন স্টাম্প মাইককে একটু ভয়ই পায়!

     

     

    কিছুদিন আগেই স্টাম্প মাইকে ধরা পড়েছিল পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের বর্ণবাদী মন্তব্য। দুদিন আগেই ইংলিশ অধিনায়ক জো রুটকে ‘সমকামী’ বলেছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল, সেটা সরাসরি শোনা না গেলেও স্টাম্প মাইক ঠিকই ধরেছে রুটের জবাব। দুই ঘটনাতেই সরফরাজ ও গ্যাব্রিয়েল চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

    আইরিশ বলছেন, আধুনিক এই প্রযুক্তির জন্য ক্রিকেটাররা ক্রিজে কথা বলতেই ভয় পাচ্ছেন, ‘স্টাম্প মাইকের ব্যবহার নিয়ে আগেও কথা হয়েছে। এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেটা নিয়েও এখন আলোচনা করার সময় এসেছে। এরকম মাইক থাকায় ক্রিকেটারদের মাঝে একটা ভয় ঢুকে গেছে। সেটা হয়ত ক্রিকেটের জন্য ভালো না।’

    স্টাম্প মাইকের সাহায্যে প্রতিপক্ষকে ইচ্ছা করে বিপদেও ফেলতে অনেকে, আইরিশের শঙ্কা এমনটাও, ‘অনেকে ইচ্ছা করেই প্রতিপক্ষকে চেতিয়ে দিতে পারে। তারা রেগে কিয়ে কিছু একটা জবাব দিবে আর সেটা মাইকে ধরা পড়বে, পরে সেটা নিয়ে তদন্ত হবে। আমার মনে হয় সবারই ক্রিজে নিজেদের দায়িত্বের প্রতি নজর রাখা উচিত। তারা প্রতিপক্ষের সাথে কী ব্যবহার করবে সেটার পরিষ্কার ধারণাও থাকা উচিত।’

    স্টাম মাইকের ব্যবহার নিয়ে কি আইসিসি নতুনভাবে ভেবে দেখবে?