• ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
  • " />

     

    বিশ্বকাপেই শেষ ওয়ানডের গেইলের

    বিশ্বকাপেই শেষ ওয়ানডের গেইলের    

    টেস্ট ছেড়েছেন অনেক আগেই। টি-টোয়েন্টি আর ওয়ানডেতেই শুধু নিয়মিত ছিলেন দেশের হয়ে। তবে ওয়ানডেতে আর বেশিদিন দেখা যাবে না তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, এই বিশ্বকাপ শেষেই ওয়ানডে থেকে অবসর নেবেন ক্রিস গেইল।

     

     

    এই মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য বারবাডোজে আছেন গেইল। সেখান থেকেই এল এই ঘোষণা। ৫০ ওভারের ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রেকর্ড ২৩টি সেঞ্চুরি আছে গেইলের। রান করেছেন ৯৭২৭, তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু ক্যারিবিয়দের হয়ে ব্রায়ান লারা। ২০১৫ বিশ্বকাপে করেছিলেন ২১৫। এবার ঘোষণা করেছেন এই বিশ্বকাপের পর ৫০ ওভারের ফরম্যাটে আর দেখা যাবে না ৩৯ বছর বয়সী গেইলকে।