• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

    প্রিমিয়ার লিগের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট    

    ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে দলগুলোকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সিসিডিএম, ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস। প্রিমিয়ার লিগের প্লেয়ারস ড্রাফটের দিন এ কথা জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান ইনাম আহমেদ। ১২ দলকে নিয়ে এ টুর্নামেন্ট শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। প্রিমিয়ার লিগে প্রতি দলে একজন করে বিদেশী ক্রিকেটার খেলানোর সুযোগ থাকলেও এ টুর্নামেন্ট হবে শুধু দেশী ক্রিকেটারদের নিয়েই। 

    বিপিএলের বাইরে ঘরোয়া আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের কথা বলা হয়েছিল আগেও। তবে এবারই প্রথমবার হতে যাচ্ছে সেটা। ১২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ২৫-২৭ ফেব্রুয়ারি। ১ তারিখ সেমিফাইনালের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ মার্চ হবে ফাইনাল, সে ম্যাচ ফ্লাডলাইটের নিচে হবে বলে জানিয়েছেন ইনাম। 

     

     

    এর আগে এমন টুর্নামেন্ট নিয়ে কথা হলেও সেটা মূলত অন্য টুর্নামেন্টগুলোর গুরুত্ব বিবেচনা ও মাঠ স্বল্পতার কারণেই বিসিবি করতে পারেনি বলে জানিয়েছেন ইনাম। আর এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষের পর ৮ তারিখ থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ। 

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল শুরুর আগে এনসিএল টি-টোয়েন্টি নামে একটি টুর্নামেন্ট করেছিল বিসিবি, ২০১০ সালে। সে টুর্নামেন্টে অবশ্য খেলেছিলেন বিদেশী ক্রিকেটাররাও।