• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    ছোট ক্যারিয়ারে বড় প্রাপ্তি নিয়েই সেই নাজমুলের বিদায়

    ছোট ক্যারিয়ারে বড় প্রাপ্তি নিয়েই সেই নাজমুলের বিদায়    

     

    নাজমুল হোসেনকে মনে আছে? সেই ২০০৪ সালে ভারতের বিপক্ষে প্রথম জয় বা পরের বছর কার্ডিফের সেই ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন। দশ বছর আগে শ্রীলংকার বিপক্ষে অবিশ্বাস্য এক স্পেলে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন জয়ের, পরে যেটি হাতছাড়া হয়ে গিয়েছিল অতিমানব মুরালিধরনে। খেলেছিলেন ২০১২ সালে বাংলাদেশের সেই স্বপ্নের আর স্বপ্নভঙ্গের এশিয়া কাপেও। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৫ উইকেটের জয়ের ছিলেন অন্যতম নায়ক। একটা সময় ওয়ানডেতে বাংলাদেশের পেস আক্রমণের বড় ভরসা ছিলেন। চোট কখনোই জাতীয় দলে থিতু হতে দেয়নি তাঁকে। জাতীয় দলের বাইরে সাত বছর ধরেই, গত বছরও অবশ্য প্রিমিয়ার লিগে খেলেছেন। তবে এই মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন, আজ মিরপুরে সাংবাদিকদের কাছে এসে আনুষ্ঠানিকভাবেই বলে গেলেন বিদায়।

    এমন নয়, বয়সটা খুব বেশি হয়েছে। কাগজে কলমে বয়স তাঁর এখনো ৩১, সমবয়সী তামিম-সাকিব-মুশফিকরা এখনো খেলছেন দাপিয়ে। তাঁর চেয়ে বয়সে অনেক বড় মাশরাফি বিন মুর্তজাও খেলছেন সাফল্যের সঙ্গে। কিন্তু চোট নাজমুলের ক্যারিয়ারে এমনই ক্ষত রেখে গেছে বার বার, সেটি থেকে সেরে উঠতে পারেননি আর। জাতীয় দলের ক্যারিয়ারটাও তাই দুই টেস্ট, ৩৮ ওয়ানডে আর চারটি টি-টোয়েন্টির চেয়ে বেশি লম্বা হয়নি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫২টি, লিস্ট এ ম্যাচের ক্যারিয়ারও থেমে গেছে ৬৯ ম্যাচেই। যে সম্ভাবনা নিয়ে এসেছিলেন, পূরণ করতে পেরেছেন তাঁর সামান্যই।

    সেই ২০০৪ সালে অভিষেক। এরপর টানা খুব বেশিদিন খেলতেই পারেননি। ২০০৫ আর ২০০৯ সালেই জাতীয় দলে যা একটু টানা খেলেছেন। এরপর কখনো চোট আর কখনো অফফর্ম ছিটকে দিয়েছে। সর্বশেষ খেলেছিলেন ২০১২ এশিয়া কাপে। এরপর স্কোয়াডে থাকলেও একাদশে আর জায়গা পাননি। ২০১৪ সালে দলে থেকেও যখন সুযোগ পাননি, নিজের ভবিতব্যটা বুঝে গেছেন তখনই, ‘আমি ওভারঅল যদি, খেলার দিক থেকে চিন্তা করেন তাহলে কম খেলেছি। কিন্তু দলের সাথে ছিলাম প্রায় ১১ বছর। শেষের দুই বছর, ২০১৪’র পর থেকে আমি সব দিক থেকেই স্ট্রাগল করছিলাম। তখনই আমার মনে হয়েছিল লাকি না হলে আমার ব্রেক করে ফিরে আসা কঠিন হবে। যখন ফিট ছিলাম তখনও আমি ইন অ্যান্ড আউট ছিলাম। আমি প্রথম টেস্ট খেলার পর সাত বছর পর দ্বিতীয় টেস্ট খেলেছি।’

    চোট আর দুর্ভাগ্যের জন্য হয়তো আফসোস করতে পারেন। তবে নাজমুল এই গোধুলীবেলায় এসে ওসব আর মনে রাখছেন না, ‘আমি নিজেকে ধন্য মনে করি, আকরাম ভাই, সুমন ভাই বলেন, উনাদের মত লিজেন্ডদের সাথে খেলতে পারি। আমার যেই বয়স ছিল, মাশরাফি ভাই, সাকিব, তামিম... ওদের সাথে খেলতে পেরেছি। সব মিলিয়ে ক্রিকেট থেকে অনেক কিছু পেয়েছি। বাংলাদেশ ভারতের সাথে প্রথম ওয়ানডে জিতেছে, সেই ম্যাচটা আমি খেলেছি। প্রথম অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সেটা আমি খেলেছি। প্রথম শ্রীলঙ্কাকে হারিয়েছি, সেটা আমি খেলেছি। এইগুলো চিন্তা করলে আমার মনে হয় আমি ভাগ্যবানই ছিলাম। ছোট ক্যারিয়ার, কিন্তু আমার প্রাপ্তি অনেক।’

    জাতীয় দলের বাইরে থেকেও অনেকে চালিয়ে যাচ্ছেন খেলা। নাজমুল তো সেটি করতে পারতেন। নাজমুলের ব্যাখ্যা, ‘আমি সাকিবের সাথে আলাপ করেছি, মুশফিকের সাথে আলাপ করেছি, রিয়াদের সাথে বা মাশরাফি ভাই, রাজ ভাই, যারা আমার সার্কেল, তাদের সাথে আলাপ করেছি। ওরা সবাই বলেছে এক বছর টানাহ্যাঁচড়া করে খেলার চেয়ে কোচিং কর। ওরা বলেছে আমি পারব। আমার তো ন্যাশনাল টিমে কোনো ফিউচার নাই। আমি সুজন ভাই’র সাথে কথা বলেছি। আমি চাই না আমার মত বোলাররা হারিয়ে যাক। ’

    খেলোয়াড়ি জীবন শেষে তাই এর মধ্যে শুরু করে দিয়েছেন কোচিং অধ্যায়ও। রূপগঞ্জের বোলিং কোচ হিসেবে আফতাব আহমেদের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশে পেসারদের ভবিষ্যত, বর্তমান পেসারদের অবস্থা এসব নিয়েও দীর্ঘ আলাপ হলো। একটু আফসোস করেই বললেন, মাশরাফি বা রুবেলদের মতো ওরকম প্রকৃতিপ্রদত্ত প্রতিভারা এখন আর উঠে আসছে না। সেজন্য তৃণমূল থেকে পেসার খোঁজার কথাও বললেন। এর মধ্যে এইচপি কোচ চম্পকা রমানায়েকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। বলবেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গেও। কোচ হিসেবে নিজের নতুন ক্যারিয়ার নিয়ে রোমাঞ্চিত। মজা করেই বললেন, এখানে তো চোট পাওয়ার ভয় নেই!

    সেই কথা বলার সময় নাজমুলের চোখের তারার আক্ষেপটা কি গোপন থাকল?